php glass

একসঙ্গে অসিন ও জেনেলিয়া

10 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

দক্ষিণের দুই জনপ্রিয় নায়িকা অসিন ও জেনেলিয়া। দক্ষিণের ছবি থেকেই এই দুই সুপার হটগার্ল বলিউডে এসেছেন। এবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে রহিত শেট্টি পরিচালিত নতুন ছবি ‘বল বচ্চন’-এ। দুজনকে দেখা যাবে অজয় দেবগান ও অভিষেকের বিপরীতে। এই কমেডি ছবিটির মাধ্যমে আসীন এবং জেনেলিয়া প্রথম বারের মত একই ছবিতে কাজ করছেন।

দক্ষিণের দুই জনপ্রিয় নায়িকা অসিন ও জেনেলিয়া। দক্ষিণের ছবি থেকেই এই দুই সুপার হটগার্ল বলিউডে এসেছেন। এবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে রহিত শেট্টি পরিচালিত নতুন ছবি ‘বল বচ্চন’-এ। দুজনকে দেখা যাবে অজয় দেবগান ও অভিষেকের বিপরীতে। এই কমেডি ছবিটির মাধ্যমে আসীন এবং জেনেলিয়া প্রথম বারের মত একই ছবিতে কাজ করছেন।

‘গোলমাল’ ও ‘গোলমাল রিটার্নস’ ছবির পরিচালক রহিত শেট্টি কমেডি ছবির জন্যে সবার কাছেই বেশ জনপ্রিয়। একাধিক সফল কমেডি ছবির পর এবার তার ‘সিনঘাম’ নামের একটি অ্যাকশন ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২২ জুলাই। এতে প্রধান ভূমিকায় থাকছেন অজয় দেবগান। অ্যাকশন ছবি ‘সিনঘাম’ মুক্তির আগেই রহিত শেট্টি তার পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন। আবারও তিনি ফিরে এসেছেন কমেডিতে। ছবির নাম ‘বল বচ্চন’। ছবির প্রধান দুই নায়ক হিসেবে অজয় দেবগান ও অভিষেক বচ্চনের নাম তিনি আগেই ঘোষণা করেছিলেন। এবার রহিত শেট্টি ছবির নায়িকা হিসেবে আসীন ও জেনেলিয়া ডিসুজাকে চুক্তিবদ্ধ করেছেন। এই ছবিটির মাধ্যমে আসীন এবং জেনেলিয়া প্রথম বারের মত একসঙ্গে  কাজ করছেন।

‘বল বচ্চন’ ছবিটির প্রযোজনায় যৌথভাবে রয়েছে আশতাভিনয়ক সিনেভিশন ও অজয় দেবগান ফিল্মস। ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি নাগাদ। ২০১২ সালে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময় ১৭১০, জুলাই ০৩, ২০১১

দুর্বৃত্তায়ন রোধে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন
সিলেটে ২০০০ কেজি পিরানহা মাছ জব্দ
মদ্রিচ-বেলের চোট চিন্তায় ফেলে দিয়েছে জিদানকে
১৩০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ, এক আসামি কারাগারে
সিলেটে ইউপি চেয়ারম্যানের ১০দিনের রিমান্ড মঞ্জুর


ঢাকায় খেলবেন মেসি!
টেকনাফে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক
শরীয়তপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ 
একই সময় ৪ শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
শেষ দিনে জমজমাট ডিজিটাল আইসিটি ফেয়ার