php glass

জয়পুরহাটে অ্যাসিড খাওয়ানোর মামলায় ২ জনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আদালতে দুই আসামি। ছবি: বাংলানিউজ

walton

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তাবলীগ জামাতের ভারতীয় নাগরিকসহ দুই জনকে অ্যাসিড খাওয়ানোর মামলায় ইমাম রুহুল আমিনসহ দুই জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার জুলিয়েট এ রিমান্ড মঞ্জুর করেন। 

আদালত সূত্রে জানা যায়, গত সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে ক্ষেতলাল উপজেলা মসজিদে বয়ানের জন্য দাওয়াত করে নিয়ে যান দিল্লির নিজামুদ্দিন (সা’দ) পন্থির সঙ্গী শাহাবুদ্দিন (৫৫) ও বাংলাদেশের দোভাষী এমদাদ হোসেন। বয়ান শেষে ওই দুই জনকে তাবলীগ জামাতের যোবায়ের পন্থি ক্ষেতলাল জামে মসজিদের ইমাম রুহুল আমিন, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন ব্যক্তি নাস্তা খাওয়ানোর কথা বলে অ্যাসিড মেশানো পানি পান করালে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে জেলা প্রশাসক (ডিসি), জেলা পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনের নির্দেশে ওই দুই জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও পরের দিন সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। 

এ ঘটনায় ক্ষেতলাল থানায় আকরাম হোসেন নামে এক ব্যক্তি উল্লেখিত দু’জনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার আদালত তাদের দু’জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন: আদালত জয়পুরহাট রিমান্ড
ksrm
ফকিরাপুলে যুবলীগ নেতার ক্যাসিনোতে র‌্যাবের অভিযান
বাগদান সারলেন পিয়া বিপাশা, বিয়ে আগামী বছর
২০ টাকা বেশি নেয়ায় ২০ হাজার টাকা জরিমানা
পতেঙ্গায় পাটের গুদামে আগুন
হাসপাতালের ওয়ার্ডে মাত্রাতিরিক্ত ওষুধ সরবরাহ নয়


সপ্তাহে ২ দিন বসবে বালিয়ামারী সীমান্ত হাট 
ছুরিকাঘাতে নিহত চালকের চিকিৎসায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
বিশ্ব বাঁশ সংরক্ষণ দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা
এসআইকে মারপিট করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
জাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে উপাচার্য