php glass

ত্রিশালের সোহরাব হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আদালত

walton

ময়মনসিংহ: ত্রিশালের সোহরাব হত্যা মামলায় তাবারক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। তবে এ মামলায় অভিযুক্ত ৮ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (০৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন। 

ময়মনসিংহ আদালতের পরিদর্শক শেখ কবিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান। 

আদালত সূত্র জানায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের তোফাজ্জল হোসেনের ছেলে তাবারক হোসেনের সঙ্গে একই এলাকার সারোয়ার জাহান আকন্দ ও তার ভাতিজা সোহরাব আকন্দের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর সকালে তাবারক হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে তাবারক হোসেন রামদা দিয়ে সোহরাবের মাথায় আঘাত করে তাকে বাড়ির পাশে একটি ক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এরপর সোহরাবের চাচা সারোয়ার জাহান আকন্দ বাদী হয়ে তাবারক হোসেনসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে রোববার  এ রায় ঘোষণা করেন আদালত। 

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯ 
এমএএএম/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন: ময়মনসিংহ
৩ বছরে ২৫ হাজার ‘ডিজিটাল ল্যাব’ প্রতিষ্ঠা করা হবে: পলক
সিলেটে খালিদ হত্যায় ৫ জনের বিরুদ্ধে মামলা
আমি কখনও ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি: মির্জা ফখরুল
ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসে বাংলাদেশের নিন্দা
‘বাচ্চাদের কোনোমতে পান্তাভাত দিয়ে ভুলিয়ে রেখেছি’


শাহজালাল (র.) এর ওরস, ৭শ’ বছরের ইতিহাস
রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর খামারবাড়িতে বোমা সদৃশ বস্তুর সন্ধান
প্রিয়া সাহা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান মিলার