ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায়, দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামি ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪২২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায়, দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামি ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কোনো প্রতিবেদন না দেওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস নতুন করে এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেছিলেন।
মামলাটির তদন্তে আট আসামিকে শনাক্তও করে পুলিশ। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু আসামিদের নাম-ঠিকানা না পাওয়ায় গতবছরের ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।
কিন্তু পরবর্তীতে কামাল নামে এক আসামি গ্রেফতার হওয়ায় নতুন করে মামলাটি শুরু হয়।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআই/এসএনএস