প্রতীকী ছবি
একুশ এলেই ফুল কলিরা
চায় না কোনো ঘ্রাণ
নির্জনে ডুকরে কাঁদে
সাগর নদীর প্রাণ।
একুশ এলেই পাখির ঠোঁটে
অমর কবিতা গান
রক্তে রাঙা শিমুল পলাশ
চায় না প্রতিদান।
একুশ এলেই শুকনো পাতা
হারায় আপনজন
রক্তে মাখা রাজপথটি
সাক্ষী সারাক্ষণ।
একুশ এলেই চোখে ভাসে
শহীদ ভাইয়ের মুখ
মাতৃভাষায় ফুটলো কলি
ভরলো মায়ের বুক।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এএ