php glass

ফেনী জহিরিয়া মসজিদে প্রতিদিন হাজারো রোজাদারের ইফতার

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী জহিরিয়া মসজিদে ইফতার করছেন রোজাদাররা। ছবি: বাংলানিউজ

walton

ফেনী: ফেনী শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাইফুল ইসলাম ফটিক, তার পাশেই বসা বড় বাজারের এক শ্রমজীবী। দু’জনেই এক কাতারে বসে ইফতার করছেন। এখানে নেই কোনও ভেদাভেদ, ধনী-গরীব পার্থক্য। বলছি ফেনী জহিরিয়া জামে মসজিদে ইফতার আয়োজনের কথা। 

রমজান মাস জুড়ে এ মসজিদে প্রতিদিন ইফতার করেন প্রায় এক হাজার রোজাদার। প্রতিবছরই ইফতারের সময় রোজাদারদের মিলনমেলা বসে মসজিদের তৃতীয় তলায়। বুধবার (০৮ মে) ইফতারের আগ মুহূর্তে গিয়েও দেখা গেলো সে মনোমুগ্ধকর দৃশ্য। 

মসজিদ কমিটির সহ-সভাপতি আবুল কাশেম বাংলানিউজকে বলেন, প্রতি রমজানে এ মসজিদে ইফতারের আয়োজন করেন কমিটির সদস্য ও সাধারণ মুসল্লিরা। ২০১০ সাল থেকে নিয়মিত চলছে এ আয়োজন। 

তিনি বলেন, মসজিদ কমিটির সদস্য ও শহরের বিত্তবানরা ছাড়াও স্বচ্ছল‌ মুসল্লিরা ইফতারি সঙ্গে নিয়ে আসেন। শহরের অন্য কোনও মসজিদে এতো বড় ইফতারের আয়োজন নেই।

আবুল কাশেম বলেন, ইফতারের ২০-২৫ মিনিট আগেই মসজিদের তৃতীয় তলায় সারিবদ্ধভাবে বসে যান রোজাদাররা। ধনী-গরীব সবাই এক কাতারে বসে ইফতার করেন।

মুয়াজ্জিন ক্বারী নুর উল্লাহ বাংলানিউজকে বলেন, ইফতারের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন পেশ ইমাম মুফতি হাফেজ মুহাম্মদ ইলিয়াস। আলোচনা শেষে রোজাদারদের নিয়ে মোনাজাত করা হয়। এরপর সবাই ইফতারে অংশ নেন।

মসজিদের ইফতার কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন হায়দার বাংলানিউজকে বলেন, ইফতারে অন্তত ১০ ধরনের খাবার থাকে। এরমধ্যে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর, শরবত ও পায়েস অন্যতম। মসজিদের ১০ জন খাদেম ও ১০ জন স্বেচ্ছাসেবক ইফতার বন্টনের দায়িত্বে থাকেন। এ আয়োজনে কখনোই ঘাটতি হয়নি, বরং প্রতিবছরই উদ্বৃত্ত থাকে। সবাই চান এতে শরিক হতে।

মসজিদ পরিচালনা কমিটির পরিচালক ফারুক হারুন বাংলানিউজকে বলেন, রোজাদারদের সঙ্গে ইফতার করায় অনেক ফজিলত আছে। মসজিদ কমিটি নিয়মিত এর আয়োজন করবে। 

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসএইচডি/একে

‘একজন অফিসার চাইলে জেলা-উপজেলার চেহারা বদলে দিতে পারেন’
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট করা যাবে না
পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা
সেঞ্চুরির পর তামিমের ৫
খাগড়াছড়িতে ডিজিটাল দিবস র‌্যালি-সভা


এ রায়ে আমরা ‘শকড’: মাহবুব উদ্দিন
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
২০২৩ সালের মধ্যে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে
এটা সরকারের নয়, আদালতের বিষয়: কাদের