php glass

অস্ট্রেলিয়ায় ১৭ বছরের চেষ্টায় নতুন মসজিদ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়ায় ১৭ বছরের চেষ্টায় নতুন মসজিদ

walton

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার গঙ্গালিন (Gungalin) এলাকায় ১৭ বছরের চেষ্টায় নতুন একটি মসজিদ চালু করা হয়েছে। 

২০০১ সালে মসজিদটি নির্মাণের পরিকল্পনা করা হয় ২০০১ এবং ওই বছরই মসজিদ নির্মাণের অনুমোদনের জন্য সিটি কাউন্সিলের নিকট আবেদন করা হয়।  

সিটি কাউন্সিল প্রয়োজনীয় তদন্ত শেষে ২০১২ সালে মসজিদ নির্মাণের অনুমোদন দেয়। মাঝে নানা ঘটনায় মসজিদের নির্মাণ কাজ বিলম্বিত হয়। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। সবশেষ ২০১৫ সালে আদালত মসজিদ নির্মাণের পক্ষে রায় ঘোষণা করে।

ক্যানবেরা মুসলিম কমিউনিটির সভাপতি মাইনুল হক (Mainul Haque) মসজিদ নির্মাণের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। 

তিনি বলেন, ‘অনেক অমুসলিম যেমন মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিরোধিতা করেছে; তেমনি প্রচুর অমুসলিম এবং স্থানীয় প্রশাসন ও সরকার এ ব্যাপারে সমর্থন করেছে।’

তিনি বলেন, মসজিদের পাশে একটি গির্জা রয়েছে। মসজিদ নির্মাণের ক্ষেত্রে গির্জা কর্তৃপক্ষও যথেষ্ট সহযোগিতা করেছে। 

মাইনুল হক আরও বলেন, মুসলমানদের আর্থিক সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি ইবাদত-বন্দেগির স্থান নয় বরং এটি সকল ধর্মের অনুসারীদের সমবেত হওয়ার একটি স্থান।

নতুন এই মসজিদে একসঙ্গে ৭শ’ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদ কর্তৃপক্ষ এখানে একটি পূর্ণাঙ্গ ইসলামি কমপ্লেক্স নির্মাণের আশা করছেন। 

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭
এমএইউ/

ksrm
সোনালি আঁশ: ‘লাভের গুড় পিঁপড়ায় খায়’
বরিশালে পৃথক ঘটনায় নার্সারি ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু
ছোটপর্দায় আজকের খেলা
পেঁয়াজের দাম এক দিনে বেড়েছে ৮ টাকা, আরও বাড়ার শঙ্কা
লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের মধ্যে গুলিবিনিময়, নিহত ১


স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যা, ৩ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা থেকে অজগর ও ঈগলসহ ৫৪টি বন্যপাখি উদ্ধার
সময় বাড়লো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯’র নিবন্ধনের
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১১
পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত