php glass

বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
মুসলিম সমাজ আবর্তিত হয় মসজিদকে কেন্দ্র করে। ফলে বিশ্বের যেখানে রয়েছে মুসলমানের বাস সেখানেই গড়ে উঠেছে মসজিদ। এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে মোট মসজিদের সংখ্যা ২৫ লাখের বেশি।

মুসলিম সমাজ আবর্তিত হয় মসজিদকে কেন্দ্র করে। ফলে বিশ্বের যেখানে রয়েছে মুসলমানের বাস সেখানেই গড়ে উঠেছে মসজিদ।

এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে মোট মসজিদের সংখ্যা ২৫ লাখের বেশি।

সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ রয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে মসজিদের সংখ্যা প্রায় তিন লাখ।

বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জাতীয় সংসদকে জানান জানান, ২০০৮ সালে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি।

শুধু ঢাকা শহরেই রয়েছে ২ হাজার ৭৭৭টি মসজিদ।

বেগম মাহজাবিন মোরশেদের (মহিলা আসন-৪৫) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমএ/

নাসের আল-খেলাইফি: জেলে থেকে ফরাসি ফুটবলের ‘সম্রাট’
এজেন্টদের টাকা দিয়ে মালয়েশিয়া গেলে পুনঃনিয়োগের অনুরোধ
সৌদিতে নারীশ্রমিক না পাঠানোর পক্ষে নারী সংগঠকরা 
সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ আটক ১৯
বাড্ডায় গুলিতে আহত আরও এক ডাকাতের মৃত্যু


ড্রয়ে শেষ হলো রাজশাহী-খুলনা ম্যাচ
বনানীতে জিওর্দানোর আউটলেট
ওসমানী মেডিক্যালের ২ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট
গাজায় ইসরায়েলি হামলায় ‘ইসলামিক জিহাদ’র জ্যেষ্ঠ নেতা নিহত
আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর ভষ্মিভূত