php glass

মরিশাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন আমিনা গারিব

2172 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
স্বর্গোদ্যান বলে খ্যাত দ্বীপদেশ মরিশাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রখ্যাত মুসলিম জীববিজ্ঞানী আমিনা গারিব ফাকিম। দেশটির সংসদ বৃহস্পতিবার তাকে এই পদে নির্বাচিত করে। খবর এএফপি ও সিনহুয়া।

স্বর্গোদ্যান বলে খ্যাত দ্বীপদেশ মরিশাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রখ্যাত মুসলিম জীববিজ্ঞানী আমিনা গারিব ফাকিম। দেশটির সংসদ বৃহস্পতিবার তাকে এই পদে নির্বাচিত করে। খবর এএফপি ও সিনহুয়া।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আমিনাকে প্রেসিডেন্ট হিসেবে যে মনোনয়ন দিয়েছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী আনেরুড জগনাথ, সংসদ তা বলিষ্ঠভাবে অনুমোদন দিয়েছে।

আমিনাকে শুভেচ্ছা জানিয়ে সংসদের স্পিকার হানুমানজি মায়া বলেছেন, ‘মরিশাসের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে, এই পদে (প্রেসিডেন্ট) আসীন হলেন একজন মুসলিম ও নারী।’

এদিকে প্রধানমন্ত্রী জগনাথ বলেছেন, ‘ঐতিহাসিক এই পরিবর্তনের অংশ হতে পেরে তিনি খুব গর্বিত। তিনি বলেন, আমিনা এই পদটির জন্য যথার্থই যোগ্য।

শুক্রবার মরিশাসের ৬ষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আমিনা গারিব ফাকিম।

ভারত মহাসাগরের দ্বীপদেশ মরিশাস। দেশটিতে ৫৪ শতাংশ হিন্দু আর ৩২ শতাংশ খ্রিস্টান।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আমিনা ফিজিওথেরাপি গবেষণা সেন্টারের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে ও ইউনিভার্সিটি অব এক্সটার থেকে পড়শোনা করা আমিনা মরিশাস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন। বিশ্বব্যাংকের বিভিন্ন পদেও তিনি কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএ

সৈয়দপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
লোকসানের বোঝা মাথায় নিয়ে আমন চাষ
‘সোনার চর’ ঘিরে হচ্ছে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র
নির্ধারিত সময়েই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ
মেসিকে খুশি রাখতেই নেইমার ‘নাটক’!


'১১ দিনের বাচ্চা নিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরছি'
ফতুল্লায় অটো ও ব্যাটারির দোকানে অগ্নিকাণ্ড
ত্রিপুরায় ১৫ লাখ রুপির মাদক জব্দ
বেনাপোলে সাড়ে ১৭ লাখ ভারতীয় রুপিসহ আটক ১
নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করল পিআইবি, বিতর্ক ভারতজুড়ে