php glass

তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়ি বোমা হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তুরস্কের সীমান্ত লাগোয়া সিরিয়ার একটি শহরে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ১৩ জন। ছবি: সংগৃহীত

walton

তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি গাড়ি বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (০২ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তুরস্কের প্রতিরক্ষ মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, শনিবারের কার বোমা হামলায় সিরিয়ার তেল আবিয়াদ শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

তেল আবিয়াদ শহর আগে কুর্দিদের নিয়ন্ত্রণ থাকলেও সাম্প্রতিক সময়ে চালানো অভিযানে সেখান থেকে তাদের হটিয়ে দিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন বেসামরকি নাগরিক নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন। 

এক টুইটার বার্তায় এ হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সম্পূর্ণ ‘অমানবিক হামলা’।

এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)/ কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজি) দায়ী করা হয়েছে ওই বার্তায়।

যদিও এ হামলার দায়ভার এখনো কেউ স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গাড়ি বোমা হামলায় নিহত-আহতরা তুরস্কপন্থি যোদ্ধা ও বেসামরিক নাগরিক।

এর আগে গত ৭ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তার ঠিক দু’দিন পরই ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান চালায় তুরস্ক।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এইচএডি/

মোদী-সৌরভের আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা
সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
শেয়ার ব্যবসা করতে পারবে মার্চেন্ট ব্যাংক ও এমডিরা
র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক
রাজশাহীতে ৬ মাসে র‌্যাবের হাতে আটক ৭৮৩


গোপালগঞ্জে স্কুল কাবাডির ফাইনাল অনুষ্ঠিত
কটিয়াদী আ’লীগ সভাপতি গোলাপ আর নেই
২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন ও মেহের
সিঙ্গাপুরের সুলতান মসজিদে সব ধর্মের গৃহহীনদের আশ্রয়
ফেসবুক আইডি মনিটরিং আর ডিজিটাল হাজিরায় আসছেন শিক্ষকরা