php glass

চীনে বন্যায় ২২ জনের প্রাণহানি, সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বন্যায় বিপাকে চীনের পূর্বাঞ্চলের সাধারণ মানুষ, ছবি: সংগৃহীত

walton

ঢাকা: ভারী বৃষ্টিপাতের কারণে জুলাইর শুরু থেকেই বন্যার কবলে পূর্ব চীনের জিয়াংশি প্রদেশ। এতে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে ২২ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রদেশটির সাত মিলিয়নেরও বেশি মানুষ। একইসঙ্গে ব্যাপক মানুষ বাস্তুচ্যূত হয়ে পড়েছেন। এছাড়া বন্যার মাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার কবলে পড়ে থাকা পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতোমধ্যেই উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। তবে এই বন্যায় প্রদেশটির চার লাখ ৬৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দেশের অর্থনীতির দুই দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করে আছে।

দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

জিয়াংশি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১২ জুলাই) থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে। যা টানা চলবে মঙ্গলবার (১৬ জুলাই) পর্যন্ত। এতে বন্যার মাত্রা আরও বাড়বে।

এদিকে, বন্যার কারণে প্রদেশটিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে। কয়েক ঘণ্টা বিলম্বে চলাচল করছে ট্রেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
টিএ/

ক্লিক করুন, আরো পড়ুন: বৃষ্টি বন্যা চীন
ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
হুমায়ূন আহমেদের প্রয়াণ
ইতিহাসের এই দিনে

হুমায়ূন আহমেদের প্রয়াণ

শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন


শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা হবে: হানিফ
যমুনার পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপরে
‘হ্যাঁলো ওসি’ বুথে এসে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮০ সদস্য