php glass

৩৯ কেজি কোকেইনসহ ব্রাজিলের প্রেসিডেন্টের সফরসঙ্গী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গী। ছবি: সংগৃহীত

walton

ঢাকা: ৩৯ কেজি কোকেইনসহ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারের সফরসঙ্গী বিমানবাহিনীর কর্মকর্তা সার্জেন্ট সিলভা রদ্রিগেজকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, মঙ্গলবার (২৫ জুন) বিকেলে স্পেনের বিমানবন্দর থেকে রদ্রিগেজকে আটক করা হয়। তিনি জেইর বোলসোনারের সঙ্গে জাপানের ওসাকায় ধনী দেশগুলোর সংগঠন জি-২০ এর সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন।

বিবৃতিতে জানানো হয়, জেইর বোলসোনারো জাপান যাওয়ার পথে মঙ্গলবার রাতে স্পেনে যাত্রা বিরতি দেন। তখন ৩৯ কেজি কোকেইন পরিবহনের অভিযোগে ৩৮ বছর বয়সী সার্জেন্ট সিলভা রদ্রিগেজকে আটক করে স্পেনের নিরাপত্তা বাহিনী। বিষয়টি খতিয়ে দেখতে সামরিক বাহিনীর তদন্ত কমিটি গঠন করে ঘটনাটির তদন্ত চলছে। 

আটকের এ ঘটনায় প্রেসিডেন্ট বোলসোনারো বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে স্পেনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসআরএস

ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
হুমায়ূন আহমেদের প্রয়াণ
ইতিহাসের এই দিনে

হুমায়ূন আহমেদের প্রয়াণ

শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন


শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা হবে: হানিফ
যমুনার পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপরে
‘হ্যাঁলো ওসি’ বুথে এসে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮০ সদস্য