php glass

দুবাইয়ে স্কুলবাসে আটকা পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাইয়ের স্কুলবাস। ছবি: সংগৃহীত

walton

ঢাকা: বন্ধুরা সবাই স্কুলবাস থেকে নেমে গেছে, কোনো কারণে নামতে পারেনি ছয় বছরের শিশু মোহাম্মদ ফারহান। বাসচালকও খেয়াল করেননি। বেশ কয়েক ঘণ্টা পর বাসের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।

গত শনিবার (১৫ জুন) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনা।

ভারতীয় বংশোদ্ভূত শিশু ফারহান আল কুওজের একটি ইসলামিক সেন্টারের শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশের দেওয়া তথ্যমতে, তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ফারহান। এ বছরই সে সেন্টারটিতে ভর্তি হয়েছিল। শনিবার সকাল ৮টার সময় বাসের অন্য শিক্ষার্থীরা নেমে গেলেও থেকে যায় ফারহান। বিকেল ৩টার দিকে চালক শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যেতে ফের বাসে উঠলে শিশুটির মরদেহ দেখতে পান।
 
স্কুলছাত্রের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে দুবাইয়ের ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতে স্কুলবাসে শিক্ষার্থী আটকা পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৪ সালে আবু ধাবির একটি স্কুলের কেজি ওয়ানের এক ছাত্রী বাসে আটকা পড়ে দম বন্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় স্কুলের প্রিন্সিপাল, বাসচালক ও সুপারভাইজারের কারাদণ্ডের পাশপাপাশি নিহত শিশুর পরিবারকে ১ লাখ দিরহাম পরিশোধের আদেশ দেন আদালত।

এ ঘটনার পর, সেখানকার সব স্কুলবাসে সিসি ক্যামেরা ও সেন্সর লাগানোর নির্দেশ দেওয়া হয়, যেন বাসের ইঞ্জিন বন্ধের পরও কেউ ভেতরে থেকে গেছে কি-না, তা বোঝা যায়।

গত বছর, দেশটিতে কেজি ওয়ানের আরও এক শিক্ষার্থী বাসে আটকা পড়েছিল। সৌভাগ্যবশত সে বেঁচে গেছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
একে

‘মোবাইল ছিনতাইয়ের জেরে’ রিফাত খুন!
রিইমাজিং নেটওয়ার্কিং ও ডেটা সেন্টারস সামিট অনুষ্ঠিত
বাংলাদেশি পাসপোর্টে বিদেশে রোহিঙ্গা পাচার
রিফাত হত্যা: রাব্বি আকনের স্বীকারোক্তি
জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি


ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
হুমায়ূন আহমেদের প্রয়াণ
ইতিহাসের এই দিনে

হুমায়ূন আহমেদের প্রয়াণ

শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন