php glass

ব্রিজের মাঝের অংশ গায়েব, স্থানীয়দের দাবি ‘চোরের কাণ্ড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উমবা নদীর ভাঙা ব্রিজ। ছবি: সংগৃহীত

walton

ঢাকা: বাড়ির ছোটখাটো জিনিস চুরি হয়, মোবাইল ফোন, টাকা-পয়সা, গাড়ি এসবও চুরি হতে পারে। তাই বলে আস্ত ব্রিজ চুরি! অবাক করার মতো ঘটনাই বটে! 

সম্প্রতি অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে রাশিয়ার মুরমানস্ক প্রদেশে। সেখানকার উমবা নদীতে একটি ব্রিজের ৭৫ ফুট অংশ বেমালুম গায়েব হয়ে গেছে। 

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি চুরি হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগও করেছেন তারা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বেশ কয়েক বছর আগে আইকুভেন ও লোভোরেজো গ্রামের সংযোগকারী ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর প্রায় ৫৬ টন (৫৬ হাজার কেজি) ওজনের মাঝখানের অংশটি গায়েব হয়ে যাওয়ার খবর প্রথম জানা যায় গত মে মাসে।

রুশ সোশ্যাল মিডিয়া সাইট ভিকের মাধ্যমে ব্রিজ গায়েব হওয়ার খবর ছড়িয়ে পড়লে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

গত ১৬ মে ভিকে’তে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ব্রিজের মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে আছে। কিন্তু, ২৬ মে প্রকাশিত ছবিতে ওই ভাঙা অংশ আর খুঁজে পাওয়া যায়নি।

ছবি প্রকাশকারীদের পক্ষ থেকে বলা হয়, পানিতে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কোনো প্রাকৃতিক বিপর্যয় এ কাণ্ড ঘটাতে পারবে না। অজ্ঞাত ব্যক্তিরাই ব্রিজের ভাঙা অংশ নিয়ে গেছে।

স্থানীয়দেরও দাবি, ব্রিজের ওই অংশটি চোরেই নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে

শচীনের পাশে সাকিব, সামনে শুধু স্মিথ
ডিএনসিসিতে সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
আমিরাতকে কৃষি শিল্পে বিনিয়োগের আহ্বান শাহরিয়ার আলমের
মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব প্রোটিয়া-কিউই ম্যাচে


ইংল্যান্ডকে এখনই ট্রফি দিতে বললেন পিটারসেন!
রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা কী করতেন?
শরণার্থী বিষয়ে মনোভাব বদলে শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ
এমপিকে হত্যার হুমকি, ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা 
স্বপ্নহীন মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে না: তথ্যমন্ত্রী