php glass

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লিবিয়া উপকূল। ছবি: বাংলানিউজ

walton

ঢাকা: লিবিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ১৫৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড।

রোববার (২ জুন) কোস্টগার্ডের দু’টি অভিযানে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এদের মধ্যে বাংলাদেশি কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি।

জানা যায়, প্রথম অভিযানে একটি নৌকা থেকে ৭৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪০ জন পুরুষ, ২৫ জন নারী ও আট শিশু রয়েছে। অন্যদিকে দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় কারবালি শহর থেকে ১৪ কিলোমিটার উত্তরে আরেকটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর প্রাণহানি হয়েছে। তাদের মরদেহও উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৫ জন অভিবাসী এখনও নিখোঁজ রয়েছেন।

দ্বিতীয় অভিযানে খোমাস শহরের কাছ থেকে ৮৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড। এদের মধ্যে ৭৫ জন পুরুষ, পাঁচজন নারী ও পাঁচ শিশু রয়েছে।

উদ্ধার করা অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিশর, সুদান, চাদ, নাইজার, সোমালিয়া, বুর্কিনা ফাসো, লিবিয়া ও কেনিয়ার নাগরিক রয়েছে।

এর আগে ৯ মে ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় ৪০ বাংলাদেশিসহ ৬৫ জন অভিবাসীর প্রাণহানি হয়েছিল।

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, এ বছরের ৮ মে পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর উদ্দেশে রওনা দেওয়া ৪৪৩ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। এর আগে ২০১৭ সালে এ সংখ্যা ছিল তিন হাজার ১৩৯ জন। আর ২০১৮ সালে ছিল দুই হাজার ২৯৯ জন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এসএ/

ক্লিক করুন, আরো পড়ুন: মানবপাচার
ksrm
কালিহাতীতে জামায়াতের সাত নারী কর্মীসহ গ্রেফতার ১০
মোহাম্মদপুরে আল্লাহর গুণবাচক ৯৯ নামের স্তম্ভ
জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা মাসুম
তবে কি আরেকটি লজ্জার সামনে বাংলাদেশ?
সারাদেশে ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা পাঁচ লক্ষাধিক


ডিআইজি প্রিজনস পার্থ গোপালের জামিন ফের নামঞ্জুর
বাংলাদেশে ৫ অর্থনৈতিক অঞ্চল করবে সংযুক্ত আরব আমিরাত
মির্জাপুরে নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ
থিয়েটার আর্ট ইউনিটের ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’
ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুত করার তথ্য জানাতে হবে