php glass

তুষার ধসের কবলে জম্মু-কাশ্মীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তুষার ধসে আটকা পড়েছে মানুষ, গাড়ি

walton

কলকাতা: ফের তুষার ধস হলো লাদাখের খারদুংলা জেলায়। শুক্রবার (১৮ ডিসেম্বর) এ ধসের জেরে বরফের নিচে প্রায় দশজন আটকে পড়েছে বলে জানা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তল্লাশি করেছে সেনা ও স্থানীয় পুলিশ। 

বৃহস্পতিবারই (১৭ ডিসেম্বর) তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছিল।

স্থানীয় একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী, লাদাখের পথ এখন বরফময়। পথ পরিষ্কারের জন্য তিনটি বরফবাহী গাড়ি গিয়েছিল খারদুংলায়। একটি গাড়িতে বরফ ভর্তি করার কাজ শেষও হয়ে গিয়েছিল। অন্য একটি গাড়িতে বরফ ভরার সময় দুর্ঘটনাটি ঘটে।

এর আগে খারদুংলাসহ কাশ্মীরের আরও নয়টি জেলায় তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছিল। খারদুংলা ছাড়াও সতর্কতার মধ্যে আছে, অনন্তনাগ, কুলগাম, বড়গাম, বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্দেরবাল, কারগিল ও লে জেলা। সবগুলোই তুষার ধসপ্রবণ এলাকা। এলাকাগুলোয় পর‌্যটক যাওয়ায় নিয়ে নিষেধজ্ঞা জারি করা হয়েছে। সরিয়ে আনা হচ্ছে স্থানীয়দের। 

আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলে মনে করছেন ভারতের কেন্দ্রীয় আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ভিএস/এএ

ksrm
মেডিএইডারের কার্ডে ১১ হাজার হাসপাতালে ছাড় মিলবে
দীঘিনালায় সেনাটহলের সঙ্গে গুলিবিনিময়ে ৩ সন্ত্রাসী নিহত
৩১৭ পদে নিয়োগ দেবে ফরিদপুর ডায়াবেটিক সমিতি
রাজধানীতে ইয়াবাসহ নারী আটক
মনমোহনের বিশেষ নিরাপত্তা তুলে নিচ্ছে বিজেপি সরকার


ফেনীর নুসরাত: সেই এডিএম এনামুলের ‘অবহেলা নেই’
জিয়ার মরণোত্তর বিচারের দাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের
মিকা সিংকে বাদ দিলেন সালমান খান
নারায়ণগঞ্জ জেলা পরিষদে নিয়োগ
বিএনপি কোন পথে?