php glass

দ. কোরিয়া প্রেসিডেন্টকে জোড়া কুকুর উপহার কিমের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিকারি জাতের দু’টি কুকুর

walton

ঢাকা: বিশ্ব গণমাধ্যম ছেয়ে গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের ‘প্রেমে’ পড়েছেন। কিন্তু তারপরও কিমের কাছ থেকে ট্রাম্প কোনো উপহার পাননি। বরং পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

কিম উপহারও দিয়েছেন বেশ বিস্ময়কর। দেশ দু’টির কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কোরিয়ার শিকারি জাতের দু’টি কুকুর উপহার দেওয়া হয়েছে। এ জাতের কুকুরের নাম পুংসান কুকুর। নাম সংগাং (ডান) ও গোমি (বাম)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশ দু’টির সামরিক শক্তিহীন যুদ্ধবিরতির গ্রাম পানমুজম দিয়ে শিকারি জাতের এ প্রাণী দু’টি স্থানান্তর করা হয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভবন ব্লু  হাউস বিবৃতিতে জানায়, গত মাসে পিয়ংইয়ংয়ে মুন ও কিমের বৈঠকে কিমের স্ত্রী রি সোল জু এ কুকুর দু’টি উপহারের পরামর্শ দেন। এ সময় রি বলেছিলেন, কুকুর দু’টির বংশবৃদ্ধির সনদও রয়েছে।

উপহার দেওয়া হয়েছে দু’টি কুকুর

দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে কুকুর উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০০ সালে উত্তর কোরিয়ার সাবেক প্রধান নেতা কিম জং ইল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জুং কে পুংসান জাতের দু’টি কুকুর উপহার দিয়েছিলেন। ওই কুকুর দু’টির নাম ছিল- উরি ও দুরি।

উরি ও দুরি নামের কুকুর দু’টি ২০১৩ সালে মারা যায়। তখন দুই কোরিয়ার সম্পর্কেও বেশ দুরত্ব ছিল।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, সিউল চিড়িয়াখানায় নেওয়ার আগে কুকুর দু’টিকে প্রাথমিকভাবে ব্লু  হাউসে তোলা হয়। যাতে সবাই কুকুর দু’টিকে আদর করতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ/টিএ

জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপির চিঠি: তথ্যমন্ত্রী
খোঁজ মিলেছে মেঘনায় নিখোঁজ বাল্কহেডের
বুলবুলে বেড়েছে পেঁয়াজের দাম, ২৫০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা
শোভন-রাব্বানীর সম্পদ অনুসন্ধানে দুদক
বার্সেলোনায় খেলা সহজ না: গ্রিজমান


ট্রাকচাপায় প্রাণ গেলো পলাতক ক্লিনিক মালিকের
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সাক্ষাতে ৭টি কাজ করতে বলে ইসলাম
বাজারে আসছে পাতাসহ পেঁয়াজ, কমেছে দাম
উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে ২ তদন্ত কমিটি