php glass

দ. কোরিয়া প্রেসিডেন্টকে জোড়া কুকুর উপহার কিমের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিকারি জাতের দু’টি কুকুর

walton

ঢাকা: বিশ্ব গণমাধ্যম ছেয়ে গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের ‘প্রেমে’ পড়েছেন। কিন্তু তারপরও কিমের কাছ থেকে ট্রাম্প কোনো উপহার পাননি। বরং পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

কিম উপহারও দিয়েছেন বেশ বিস্ময়কর। দেশ দু’টির কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কোরিয়ার শিকারি জাতের দু’টি কুকুর উপহার দেওয়া হয়েছে। এ জাতের কুকুরের নাম পুংসান কুকুর। নাম সংগাং (ডান) ও গোমি (বাম)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশ দু’টির সামরিক শক্তিহীন যুদ্ধবিরতির গ্রাম পানমুজম দিয়ে শিকারি জাতের এ প্রাণী দু’টি স্থানান্তর করা হয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভবন ব্লু  হাউস বিবৃতিতে জানায়, গত মাসে পিয়ংইয়ংয়ে মুন ও কিমের বৈঠকে কিমের স্ত্রী রি সোল জু এ কুকুর দু’টি উপহারের পরামর্শ দেন। এ সময় রি বলেছিলেন, কুকুর দু’টির বংশবৃদ্ধির সনদও রয়েছে।

উপহার দেওয়া হয়েছে দু’টি কুকুর

দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে কুকুর উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০০ সালে উত্তর কোরিয়ার সাবেক প্রধান নেতা কিম জং ইল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জুং কে পুংসান জাতের দু’টি কুকুর উপহার দিয়েছিলেন। ওই কুকুর দু’টির নাম ছিল- উরি ও দুরি।

উরি ও দুরি নামের কুকুর দু’টি ২০১৩ সালে মারা যায়। তখন দুই কোরিয়ার সম্পর্কেও বেশ দুরত্ব ছিল।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, সিউল চিড়িয়াখানায় নেওয়ার আগে কুকুর দু’টিকে প্রাথমিকভাবে ব্লু  হাউসে তোলা হয়। যাতে সবাই কুকুর দু’টিকে আদর করতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ/টিএ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
জামালপুরে যমুনার পানি বিপদসীমার ১৫২ সে. মি. ওপরে
এইচএসসি পরীক্ষার ফল দেখা হলো না মইনুলের 
সিরাজগঞ্জে রিং বাঁধ ধসে ৫ গ্রাম প্লাবিত
চাঁদে অবতরণের ৫০ বছর পূর্তিতে পর্যবেক্ষণ ক্যাম্প-সভা 


রেলে যুক্ত হচ্ছে জার্মানির তৈরি আধুনিক কিরো ক্রেন
গ্রেফতারের আগে দেশবাসীকে যে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা
বাচ্চা চুরি করতে গিয়ে ধরা পড়লেন নারী 
প্রস্তুত বেনাপোল এক্সপ্রেস, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু নিধনে অনেক চ্যালেঞ্জ: মেয়র আতিকুল