php glass

পরিবর্তন হচ্ছে উত্তরার ‘৭৯১’ ও ‘৭৯২’ ডিজিটের ফোন নম্বর 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ল্যান্ডফোন/ফাইল ফটো

walton

ঢাকা: কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উত্তরা টেলিফোন এক্সচেঞ্জে কিছু টেলিফোন নম্বর অচল হয়ে পড়েছে। কারিগরিভাবে ত্রুটিমুক্ত করা সম্ভব না হওয়ায় সেগুলো শেষ পর্যন্ত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, এ অবস্থায় উত্তরার ‘৭৯১’ গ্রুপের টেলিফোন নম্বর ‘৪৮৯৬’ গ্রুপে পরিবর্তিত হবে এবং শেষ চার ডিজিট অপরিবর্তিত থাকবে।
 
অর্থাৎ, নতুন নম্বর হবে আট ডিজিট সম্পন্ন। যেমন: পুরাতন সিরিজ ‘৭৯১XXXX’ এর পরিবর্তে হবে ‘৪৮৯৬XXXX’।
 
আর ‘৭৯২০’ গ্রুপ (সেক্টর-১২) এর নম্বরগুলো ‘৫৫০৮’ গ্রুপের নম্বর দিয়ে রূপান্তর করা হচ্ছে। তবে শেষ চার ডিজিট অপরিবর্তিত রাখা সম্ভব হবে না।
 
গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত নম্বর টেলিফোনে জানানো হবে বলে জানায় বিটিসিএল।
 
নম্বর পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ’৭৯১’ গ্রুপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৪১২ এবং’৭৯২’ গ্রুপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৩৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
এছাড়া পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট (www.btcl.com.bd) এ দেওয়া আছে।
 
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমআইএইচ/এএ

বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান উৎপাদন করবে সরকার
‘ভুল ভাঙাতে’ নিজেই সাপের কামড় খেলেন আদনান!
এরশাদের অনুসরণে চলবে জাপা, আশাবাদ নেতাকর্মীদের
দেশীয় খামারে বাড়ছে গরু, ভারত নির্ভরতা কমছে
যেভাবে জঙ্গি হয় কলেজিয়েট স্কুলের সাবেক ছাত্র আশফাক


পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়কালে পদ্মায় ডুবে’ ১জনের মৃত্যু
মুন্সিগঞ্জে কারেন্ট জাল-ডিটারজেন্ট কারখানাকে জরিমানা
হবিগঞ্জে আদালতের প্রসেস সার্ভেয়ার ‘নিখোঁজ’, জিডি
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি
ভাঙ‌নে শেষ সম্বল হা‌রি‌য়ে দি‌শেহারা ফি‌রোজা