php glass

ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন/ছবি: বাংলানিউজ

walton

ফেনী: ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শুক্রবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় শহরের পিটিআই স্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটারও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং বিভিন্ন দফতরের উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

মেলায় জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস, কৃষি অধিদফতর, মৎস অধিদফতরসহ সরকারের বিভিন্ন দফতর, স্কুল-কলেজসহ ৫৭ টি স্টল অংশ নেয়। 

আগামী রোববার (০৪ মার্চ) রাতে মেলা শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮ 
এসএইচডি/ওএইচ/

ksrm
মোট জিপিএ ৮ নাকি ৯, দোলাচলে মেডিক্যালে ভর্তিচ্ছুরা
পুঁজিবাজারে সূচক কমেছে
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
অতিদ্রুত রাজাকারের তালিকা: সংসদীয় স্থায়ী কমিটি
৪ তলা ভবনসহ গুঁড়িয়ে দেওয়া হলো ৮১টি স্থাপনা


স্টোকসের হেলমেট ভাঙলেন হ্যাজলউড 
নামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল পণ্য, ৪২ লাখ টাকা জরিমানা
অনুশীলনের ঘাম ঝরাচ্ছে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য আজিজের দাফন সম্পন্ন
মুন সিনেমার জমি রেজিস্ট্রি করে দেওয়ার নির্দেশ