php glass

বাদল চৌধুরীকে আদালতে হাজির করলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাদল চৌধুরীকে আদালতে হাজির করা হয়। ছবি: বাংলানিউজ

walton

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের পূর্ত দপ্তরের সাবেক মন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলের বিধায়ক বাদল চৌধুরীকে আদালতে হাজির করেছে পুলিশ।

শুক্রবার (০৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়।

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদল চৌধুরীকে পশ্চিম জেলা ও দায়রা আদালতে হাজির করে।

জানা যায়, এদিন দুপুরে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর তাকে হুইল চেয়ারে বসিয়ে রুম থেকে বারান্দায় নিয়ে আসা হয়। এভাবে অনেকক্ষণ বসিয়ে রাখার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করলে পুলিশ তাকে জানায়, তদন্ত কর্তকর্তা না আসায় তাকে এখান থেকে কোথাও নেওয়া যাচ্ছে না।

পরে তদন্ত কর্মকর্তা অজয় কুমার দাস আসার পর তাকে আদালতে হাজির করা হয়।

সাবেক সরকারের আমলে পূর্ত দপ্তরের বিভিন্ন কাজে ৬০০ কোটি রুপি’র আর্থিক দুর্নীতির অভিযোগে ৩০ অক্টোবর একটি বেসরকারি হাসপাতাল থেকে বাদল চৌধুরকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে পুলিশ। পরে শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসসিএন/এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন: আগরতলা
শাহআলীতে ফেনসিডিলসহ আটক
৩০০ ছুঁই ছুঁই, নতুন পেঁয়াজেও প্রভাব পড়ছে না দামে
বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোল মডেল: প্রতিমন্ত্রী পলক
হবিগঞ্জে এক বছরে প্রাথমিকে শিক্ষার্থী কমেছে ৭ সহস্রাধিক
ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে দেড় মাসে নিহত ৩২০  


ভান্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক
মনের তৃষ্ণা বাড়িয়ে দিলেন লোকশিল্পীরা
স্বেচ্ছাসেবক লীগে শীর্ষ পদে আলোচনায় যারা
রাবিতে শিক্ষকদের দ্বন্দ্বের বলি হচ্ছেন শিক্ষার্থীরা
ভেনিসে ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বন্যা, জরুরি অবস্থা