php glass

আগরতলায় ডাকাতির সময় আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন আহত নারী। ছবি: বাংলানিউজ

walton

আগরতলা: ত্রিপুরায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মালামাল লুটে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।  

সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজ্যের আগরতলার সুভাষনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, সুভাষনগর এলাকার বাসিন্দা কাজল চন্দ্র দেবের বাড়ির নির্মাণ সামগ্রী আনা-নেওয়া করতেন নিতো ঘোষ নামে এক রিকশা চালক। এ সুবাদে ওই রিকশা চালক বাড়িটিতে নিয়মিত যাতায়াত করতেন। সোমবার দুপুরে নিতো এক সঙ্গীকে নিয়ে বাড়িতে ঢুকে গৃহিণী ইতিকনা দেবের হাত-মুখ বেঁধে আলমারির চাবি চান। চাবি দিতে অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। 

এসময় তার চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসেন মেয়ে মাম্পী দেব। তাকেও আঘাত করে মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন রিকশা চালক ও তার সঙ্গে আসা ব্যক্তি। 

এ সময় মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে নিতোকে আটক করেন। 

খবর পেয়ে পূর্ব আগরতলা থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিতোকে থানায় নিয়ে যান। 

এদিকে আহতদের দ্রুত উদ্ধার করে আই জি এম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসসিএন/আরআইএস

শুরুতেই জোড়া উইকেটের পতন
গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা দাবি: আপিলে আদেশ সোমবার
কাউখালীতে মানহানি মামলায় ৪ শিক্ষকের কারাদণ্ড
শুক্রবার ১৫ প্রেক্ষাগৃহে আসছে ‘ইতি, তোমারই ঢাকা’
যমুনার পানিপ্রবাহ উপহার দেবে দূষণমুক্ত বুড়িগঙ্গা


ধানক্ষেতে পোকার আক্রমণ, কৃষকের মাথায় হাত
ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ
বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া সুনীল গাঙ্গুলীর গল্প
রোহিঙ্গা নিপীড়নে এবার সু কি’র বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ