php glass

ত্রিপুরায় টিএসআর নবম বাহিনীর উদ্যোগে প্রয়াস কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিএসআর নবম বাহিনীর উদ্যোগে প্রয়াস কর্মসূচি

walton

আগরতলা: ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনীর নবম ব্যাটালিয়ানের উদ্যোগে প্রয়াস, বনমহোৎসব ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শনিবার (১২ আগষ্ট) ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার ইছাছড়া এলাকায় বাহিনীর প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন- তিন বিধায়ক যশবীর ত্রিপুরা, প্রভাত চৌধুরী ও প্রিয়মনি দেববর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন- বাহিনীর কমান্ডেন্ট এইচ এস ডার্লং সহ বাহিনীর অন্য কর্মকর্তারা। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা স্থানীয় এলাকার দুটি স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও স্কুল কর্তৃপক্ষের হাতে আসবাবপত্র তুলে দেন। 

এর পর উপস্থিত অতিথিরা গাছের চারা রোপন করেন ও সব শেষে হয় রক্তদান শিবির। মোট ৬২ জন জওয়ান রক্তদান করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসসিএন/বিএস 
 

চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ 
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণ পিষ্ট: আ স ম রব
এক বছরের জন্য নিষিদ্ধ শাহাদাত
অভিজিত হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য
তিন শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক


না'গঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, আটক ১
নিজ পকেটের টাকায় বার্সায় ফিরতে হবে নেইমারকে!
বিএবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
খা‌লেদার অবমাননা মামলার অ‌ভি‌যোগ গঠন শুনা‌নি ৪ ডিসেম্বর
মহেশপুরে অস্ত্রসহ ডাকাত আটক