ত্রিপুরা রাজ্যের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ
আগরতলা: ত্রিপুরা বিধানসভায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজ্যের অর্থমন্ত্রী ভানু লাল সাহা ১শ’ ৯৮ কোটি রুপির ঘাটতি বাজেট পেশ করেন।
মন্ত্রী বলেন, এ বছরের বাজেটে প্রাপ্তি ধরা হয়েছে ১৫ হাজার ৭শ’ ৫৮ কোটি ৫৬ লাখ রুপি এবং ব্যায় ধরা হয়েছে ১৫ হাজার ৯শ’ ৫৬ কোটি ৫৬ লাখ রুপি। ঘাটতি থাকবে ১শ’ ৯৮ কোটি রুপি। ব্যায় সংকোচন, অধিক কর সংগ্রহের মাধ্যমে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে।
বাজেটে রাজ্যে নারী, শিশু কল্যাণ, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নসহ সংখ্যালঘুদের জীবনের মানোন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নসহ রাজ্যের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসসিএন/জিপি/বিএস