php glass

আগরতলায় বসেছে বড়দিনের বাজার (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। এ উৎসবের আর মাত্র ১৭ দিন বাকি। খ্রিস্ট‍ান ধর্মাবলম্বীদের মধ্যে তাই বড়দিনের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আগরতলা: ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। এ উৎসবের আর মাত্র ১৭ দিন বাকি। খ্রিস্ট‍ান ধর্মাবলম্বীদের মধ্যে তাই বড়দিনের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

প্রতি বছরের মতো এ বছরও ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা বড়দিনের বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসতে শুরু করেছেন।

আগরতলার বড়দিনের সবচেযে জাঁকজমকপূর্ণ বাজার বসে ওল্ড আর এম এস এলাকায়। এ বছরও এ এলাকার ব্যবসায়ীরা দোকানে দোকানে ক্রিস্টমাস ট্রি, সান্তাক্লজের টুপি, মুখোশ, পুতুল, স্টার, ঘণ্টা, বড়দিনের স্টিকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে বসেছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ওল্ড আর এম এস এলাকার এক ব্যবসায়ী বাংলানিউজকে জানান, স্থানীয় ব্যবসায়ীরা বুধবার (৭ ডিসেম্বর) থেকে বড়দিনের সামগ্রী নিয়ে বিক্রির জন্য বসেছেন। এখনও তেমন ক্রেতা না এলেও বড়দিন যতো এগিয়ে আসবে মানুষের ভিড় ততো বাড়বে।

গত বছরের মতো এ বছরও বড়দিনের ব্যবসা ভালো হবে আশা করছেন ব্যবসায়ীরা। তবে এ বছর খুচরা রুপির বিষয়টি নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবসায়ীরা।

বাজারে আসা এক স্কুল ছাত্র জানায়, প্রতি বছর বড়দিনে তারা নানা সামগ্রী দিয়ে ঘর সাজায়, এ বছরও সাজাবে তাই সাজসজ্জার সামগ্রী দেখতে এসেছে সে।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসসিএন/আরআইএস/এমজেএফ

ক্রাইস্টচার্চে হতাহতদের পরিবারের ২০০ জনকে হজ করাবে সৌদি
জামালগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ক্রিকেট কোনো খেলা নয়
কেউ যাবে সাগরে, কেউ আনে মাছ
গণপরিবহনে নৈরাজ্য, চলছে সিটিংয়ের নামে প্রতারণা


ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের
কুড়িগ্রামে চরম দুর্ভোগে পানিবন্দি সাড়ে ৭ লাখ মানুষ
আইসিসির হল অব ফেমে শচীন
সবুজে মিশে থাকে সুমিষ্ট ‘সোনা-কপালি হরবোলা’
বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক