php glass

শাহজালালে সৌদি এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৌদি এয়ারলাইন্সের প্লেনের জরুরি অবতরণ

walton

ঢাকা: সৌদি এয়ারলাইন্সের একটি প্লেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্লেনটি জরুরি অবতরণ করে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। আর প্লেনটি নিরাপদেই অবতরণ করতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

সূত্র জানিয়েছে, চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু থেকে ২৯৯ জন আরোহী নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৮৮৫ ফ্লাইটটি ছেড়ে আসে। ফ্লাইটটি রিয়াদে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অবতরণের কথা ছিল। কিন্তু বাংলাদেশের কাছাকাছি আসার পর প্লেনের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ অবস্থায় এর পাইলট উড়োজাহাজটিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে পাইলট বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করান। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত জানানোর পরই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি। আর কোনো সমস্যা ছাড়াই প্লেনটি নিরাপদে অবতরণ করে। 

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
টিএম/জেডএস

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম
অবশেষে দেশে ফিরলেন নির্যাতিত সুমিসহ ৯১ নারী
‘নার্স ভিসার কথা বলে সৌদি পাঠানো হয় সুমিকে’
‘জীবদ্দশায় শতবার্ষিকী উদযাপন বিরল সুযোগ’
 এখনো ফিরে পাওয়ার স্বপ্ন দেখে উপকূলবাসী


টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
বরিশালে নবান্ন উৎসব ১৪২৬ বাতিল
রাজধানীতে মাদকসহ আটক ৮
মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার আহ্বান
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত