php glass

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিহত কাজী সোহেল

walton

বাহরাইন: বাহরাইনের রাজধানী মানামায় সড়ক দুর্ঘটনায় কাজী সোহেল (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

 

 

শুক্রবার (২১ এপ্রিল ) বাহরাইন স্থানীয় সময় বিকেল চারটায় মানামার মানামা হাইওয়ের ফোর সিজন হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কুমিল্লার লাকসাম উপজেলার ডাকসিন চাঁদপুর এলাকার মিজিয়াপাড়া গ্রামের কাজী দুলালের ছেলে।

তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৮৭০৬৪১৩২৮।

তিনি আল রিফাইন ক্যাফটেরিয়া নামক একটি রেস্টুরেন্টে মোটরসাইকেলে ডেলিভারির কাজ করতেন।

এ ব্যাপারে নিহতের রুমমেটরা বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে সোহেল মোটরসাইকেলে ডেলিভারির জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওই এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়।

পরে টহলরত পুলিশ তাকে উদ্ধার করে সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি  করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ এপ্রিল ) তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মরদেহ খুব দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এএটি/

বেনাপোলে ৪১ স্বর্ণের বারসহ আটক ৪
পাকিস্তানের বিপক্ষে রোহিতের ঝড়ো সেঞ্চুরি 
শ্রমিক দ্বন্দ্বে বরিশালের বাস ঢুকতে পারছে না ঝালকাঠিতে
প্রফেশনাল সার্ভিস অফিসার নেবে রেনেটা
ভারতের উদ্বোধনী জুটি ভাঙলেন ওহাব 


চাঁপাইনবাবগঞ্জে ৬ জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড
‘মিস ইন্ডিয়া’র মুকুট জিতলেন সুমন রাও
রোহিতের পর রাহুলের হাফসেঞ্চুরি 
গুণীজন-তরুণ ব্যাংকারদের সম্মাননা দেবে মার্কেন্টাইল
বাজেট বাস্তবায়ন হার কেন কমছে, জানতে চান ফখরুল ইমাম