php glass

জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ‘পিএসসি-২০১৯’ বাতিল দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় সমাবেশ। ছবি: বাংলানিউজ

walton

বরিশাল: বরিশালে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় সভায় জাতীয় স্বার্থবিরোধী ‘উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ২০১৯’ বাতিলের দাবি জানানো হয়েছে। সভার স্লোগান ছিল- ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নগরের কীর্তনখোলা মিলানায়তনে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।

বরিশালে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব শাহ আজিজুর রহমান খোকনের সঞ্চালনায় ও আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ, জাতীয় কমিটির সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, সিপিবি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান নিলু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলার নেতা মিঠুন চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএস/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন: বরিশাল
রিফাত হত্যা: ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২৮ নভেম্বর
ফখরুলসহ ৩ নেতার গ্রেফতারি পরোয়ানার আদেশ ফের পেছালো
নেইমারের বিনিময়ে ফাতিকে চায় পিএসজি!
করদাতাকে হয়রানি করলে ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
পোস্টমর্টেম রিপোর্ট স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশ


বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে ছাপিয়ে ছোট নেতাদের বড় ছবি!
মন্দবাগ ট্রাডেজির জন্য দায়ী তূর্ণার লোকোমাস্টার-গার্ড
এবার বসুন্ধরা কিংসে এক আর্জেন্টাইন
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চাইলেন শাহরিয়ার আলম