আটক নূর হোসেন ও নজরুল ইসলাম। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে ২ মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক দু’জন হলেন- দাপা ইদ্রাকপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে নূর হোসেন ও ঢাকার ডেমরা এলাকার রিয়াজুল হকের ছেলে নজরুল ইসলাম।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, মুদি দোকানের আড়ালে নূর হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। মঙ্গলবার ভোরে ক্রেতা সেজে মাদক কিনতে গিয়ে ১১শ পিস ইয়াবাসহ নূর হোসেন ও নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এএটি