বরিশালের আগৈলঝাড়ায় একই বাড়ির ১০ জনকে অজ্ঞান করে নগদ ৫০ হাজার টাকাসহ ১৭ ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির লোকজন।
বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় একই বাড়ির ১০ জনকে অজ্ঞান করে নগদ ৫০ হাজার টাকাসহ ১৭ ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির লোকজন।
উপজেলার শূন্যশ্রী গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
খাবারের সঙ্গে চেতনানাশক জিনিস মিশিয়ে একই বাড়ির দুই পরিবারের সবাইকে অজ্ঞান করে এ ঘটনা ঘটনো হয় বলে জানা গেছে। অজ্ঞান অবস্থায় ওই ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে সদর থানা পুুলিশ জানায়, ‘দুই পরিবারের সদস্যদের শুক্রবার দুপুরে অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করেছে।’
অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া আসমান ফকির (৭৫) জানান, ‘তার ও নুর মোহাম্মদ ফকিরের রাতের খাবারে দুর্বৃত্তরা চেতনাশক দ্রব্য মিশিয়ে রাখে।’
তিনি জানান, ‘ওই খাবার খেয়ে তিনিসহ পুত্র রিপন ফকির (২৮), পুত্রবধূ সনিয়া বেগম (২০), টুলু বেগম (২৫), জ্যোতি (১১), নুর মোহাম্মদ ফকির (৫০), আরিফ সরদার (৩০), লিমা আক্তার (১৫), লিমন ফকির (১২) ও ইয়াসমিন (২০) অজ্ঞান হয়।
শুক্রবার দুপুর পর্যন্ত দুই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুধুমাত্র আসমান ফকিরের জ্ঞান ফিরেছে। দুর্বৃত্তরা কীভাবে এবং ঘর থেকে কী কী মালামাল নিয়ে গেছে, তার কোনো সঠিক হিসাব তিনি জানাতে পারেননি।
তবে তিনি জানান, তার ঘরে নগদ ৫০ হাজার টাকা ও ১৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিল।
এবিষয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বাংলানিউজকে জানান, ‘থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ তবে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সকলে অজ্ঞান থাকায় কিছু জানতে পারেননি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০