কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শাজাহান (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শাজাহান (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানিয়েছে, সকাল ৮ টার দিকে শাহজাহান শিমুলিয়া মাঠে নিজ জমি চাষ করার সময় প্রতিপ দহকুলা গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাস দলবল নিয়ে শাহজাহানের ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত শাহজাহানের বড়ভাই আজাহার প্রামাণিক বাংলানিউজকে জানান, গত ৫ ডিসেম্বর আক্তারুজ্জামান বিশ্বাস দলবল নিয়ে তার লোকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপে ৫ জন আহত হয়। ওই ঘটনার জের ধরে আক্তারুজ্জামান বিশ্বাসের লোকজন তার ছোটভাই শাহজাহানকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
আক্তারুজ্জামান বিশ্বাস সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০