php glass

ভারত-পাকিস্তানে ঈদ বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতে ঈদ উদযাপনের সংগৃহীত ফাইল ফটো

walton

কলকাতা: সোমবার (০৩ জুন) রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবের আকাশে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিদ্ধান্ত হয় মঙ্গলবার (০৪ জুন) ঈদ উদযাপনের। এ হিসেবে নির্দিষ্ট সময়সূচি মেনে ভারতে বুধবারই (৫ জুন) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া পাকিস্তানের আকাশে ইতোমধ্যে চাঁদ দেখা গেছে, তারাও বুধবার ঈদ উদযাপন করবে।

ভারতে বুধবার ঈদ উদযাপন করা হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা দেয় দিল্লি। পাশাপাশি দীর্ঘ আলোচনার পর পশ্চিমবঙ্গের নাখোদা মসজিদও ঘোষণা দিয়েছে, দেশে বুধবার উদযাপন হবে ঈদ।

এদিকে, সোমবার ইন্দোনেশিয়া ঘোষণা দেয়, মঙ্গলবার রমজানের শেষ দিন। বুধবার তাদের দেশে ঈদ উদযাপন হবে। একইভাবে বুধবার ঈদ উদযাপন হতে যাচ্ছে জাপান, মালয়েশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে।

মঙ্গলবার রমজানের শেষ দিন ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডেও। তারাও ঈদ করছে বুধবার। এছাড়া অস্ট্রেলিয়াও বুধবারই উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
বিএস/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন: ভারত পাকিস্তান ঈদুল ফিতর
সোহেল তাজের 'হটলাইন কমান্ডো'
সুপার ওভারে ছক্কার উত্তেজনায় মারা যান নিশামের কোচ
বিশ্বমানের পণ্য উৎপাদনে জনবল-কর্মক্ষেত্র বাড়াবে বিএবি
খাগড়াছড়িতে মৎস্য সপ্তাহ উদযাপনে র‌্যালি
মৎস্য কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে


বিলীন হচ্ছে সৈকতের ঝাউবন, ভাঙন ঠেকাতে জিওটিউব
মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস: হাইকোর্টের ‘অ্যাপ্রিশিয়েট’
শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের কারাদণ্ড
বাংলাদেশ-ভারত-ভুটান বাণিজ্যে নবযাত্রার সূচনা
ক্যাটস আইয়ে সাশ্রয়ী দামে নতুন পোশাক