নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসার ইঙ্গিত মিলতেই শেয়ার বাজারসহ ভারতের অর্থনীতি চাঙ্গা হচ্ছে
কলকাতা: বুথফেরত জরিপে ভারতে বিজেপির ফের ক্ষমতায় আসায় ইঙ্গিত মিলতেই চাঙ্গা হতে শুরু করেছে শেয়ার বাজার। বাজারের পালে হাওয়া লাগতেই সেনসেক্স সূচক সর্বোচ্চ অবস্থান স্পর্শ করেছে। শুধু শেয়ার বাজার নয়, সার্বিকভাবে ভারতের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করেছে।
গত রোববার (১৯ মে) বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর সোমবার (২০ মে) ১ হাজার ৬৪১ পয়েন্ট বাড়ে সেনসেক্স সূচক। মঙ্গলবারও (২১ মে) সে ধারাবাহিকতায় সূচক সর্বোচ্চ ৩৯ হাজার ৫৭১ দশমিক ৭০ পয়েন্ট স্পর্শ করে। যা ভারতের শেয়ার বাজারে রেকর্ড।
অন্যদিকে, ন্যাশানল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি তার রেকর্ড উচ্চতা ১১ হাজার ৮৮৩ দশমিক ৬৫ অংক স্পর্শ করে। সেই সঙ্গে রুপির দাম বেড়ে ডলার প্রতি দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৭৪।
সপ্তদশ লোকসভা ভোটের সমাপ্তির পর গত রোববার সন্ধ্যায় বুথফেরত সমীক্ষা প্রকাশ করে বিভিন্ন এজেন্সি। অধিকাংশ সমীক্ষার ফলাফলে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি ফের সরকার গড়ার ইঙ্গিত দিয়েছে। তাতে জানানো হয়েছে, ম্যাজিক ফিগার ২৭২ ছাড়িয়ে ৩০০ বা তার বেশি আসন পেতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।
আগামী দিনে স্থায়ী ও স্থিতিশীল সরকার আসছে এমন ইঙ্গিত পেতেই চাঙ্গা হতে থাকে শেয়ার বাজার। সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্যাংক, গাড়ি, ইঞ্জিনিয়ারিং ও তেল খাতের স্টকের।
বিনিয়োগকারীদের আশা, বিজেপি ফের সরকার গঠন করলে শেয়ার বাজারের সূচক আরও উপর দিকে যাবে। কারণ তথ্য বলছে, এ সরকারের গত মেয়াদে বাজার অন্য সরকারের তুলনায় ভালো অবস্থানে ছিলো।
পাশাপাশি ভারতের বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হতে শুরু করেছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট ৩৩ হাজার ৫০০ রুপি থেকে নেমে হয়েছে ৩২ হাজার ৫৫০ রুপি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২১, ২০১৯
জেডএস