php glass

মিস ইউনিভার্সে মালয়েশিয়ার প্রতিনিধিত্বে ভারতীয় কিরণমীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিরণমীত কউর বলজীত সিংহ জসাল (ছবি: সংগৃহীত)

walton

কলকাতা: মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মালয়েশিয়ার হয়ে অংশ নিতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কিরণমীত কউর বলজীত সিংহ জসাল।

ভারতীয় এ বংশোদ্ভূত পাঞ্জা‍বি হলেও মালয়েশিয়ার নাগরিক। কয়েক দশক আগে কিরণমীত সিংহের পরিবার ভারত ছেড়ে স্থায়ীভাবে মালয়েশিয়ায় অবস্থান শুরু করেন।

২০ বছর বয়সী কিরণমীত সিংহ মিস ইউনিভার্স মালয়েশিয়া খেতাব জিতেছেন। প্রতিযোগিতায় তিনি ‘মাই ডেন্টিস্ট উইনিং স্মাইল’র সহায়ক শিরোপাও বাগিয়ে নেন।

কিরণমীত সিংহ জানিয়েছেন, সাবেক মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রাই তার আদর্শ।

বিশেষ করে সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জয়ের পর বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি তার মধ্যে খুবই প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন এ সুন্দরী।

প্রতিযোগিতার প্রশংসা করে তিনি বলেন, নারীদের নিজের মত প্রকাশের মঞ্চ তৈরি করে এ প্রতিযোগিতা।

মডেলিংয়ের সঙ্গে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন কিরণমীত সিংহ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এস.এস/ওএইচ/জেডএস

চোখ রাঙাচ্ছে ‘ডিজিটাল সন্ত্রাসবাদ’: মস্কো
সাভারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
আক্ষেপ ঘুচিয়ে অজিদের বিপক্ষে ম্যাচ রাঙানোর দিন তামিমের
কীভাবে দিন শুরু করেন? 


মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতে পেলে জানান, কঠোর ব্যবস্থা
কবেলকো-কেইস নিয়ে বিল্ডকনে এসিআই মোটরস
ওয়ার্নারের সেঞ্চুরি
হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’
আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু