php glass

ফাগুনের ছড়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

১.
বসন্তের প্রাণ ফুলের ঘ্রাণ  
বাতাসে যেন দোলে,
বিষাদের গান হোক নিষ্প্রাণ
আজ ফাগুনের কোলে।

কোকিলের সাথে কত পাখি মাতে
সুমধুর সুরে সুরে,
কী! যে হিল্লোল দিয়ে যায় দোল
হৃদয়-অন্তপুরে।
 
ব্যাকুলতা যত ছোটে অবিরত
দক্ষিণ সমীরণে,
কত রঙা সুখ দিতে উন্মুখ
ফাল্গুন প্রতি ক্ষণে।
 
২.
এ ফাগুনের ভোর সকালে
কোকিল বসে গাছের ডালে
মিষ্টি সুরে বলে-
শোনাব সেই অমর গান
তোমার তাতে জুড়াবে প্রাণ
বসো গাছের তলে।
 
দখিন হতে যে সমীরণ
জাগায় মনে কী! শিহরণ
সেই পরশই মাখো,
একটুখানি হৃদয় খুলে
যাও না অতীত দুঃখ ভুলে
সুখ দিয়ে মন ঢাকো।
 
দেখ কত ফুলের বাহার
সবই তোমার প্রেম-উপহার
বসন্তের এ কালে,
ফুলের গন্ধে মৌমাছিরা
কী! খুশিতে আত্মহারা
খাচ্ছে চুমু গালে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এএ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আটজন লাইফসাপোর্টে
‘একজন অফিসার চাইলে জেলা-উপজেলার চেহারা বদলে দিতে পারেন’
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট করা যাবে না
পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা
সেঞ্চুরির পর তামিমের ৫


খাগড়াছড়িতে ডিজিটাল দিবসে র‌্যালি-সভা
এ রায়ে আমরা ‘শকড’: মাহবুব উদ্দিন
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
২০২৩ সালের মধ্যে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে