php glass

উইন্ডোজ ১০: ল্যাপটপে ‘প্লাগড ইন বাট নট চার্জিং’ সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ল্যাপটপে চার্জিং সমস্যা

walton

ল্যাপটপে উইন্ডোজ ১০ এর ‘স্প্রিং ২০১৮’ আপডেট দেওয়ার পর চার্জিং নিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। ল্যাপটপে চার্জার প্লাগড ইন থাকলেও ‘নট চাজিং’ লেখা প্রদর্শন করছে অনেক সময়।  

বাংলানিউজের পাঠকদের জন্য উইন্ডোজ ১০ এর এ সমস্যা কীভাবে দূর করা যায় তা আলোচনা করা হলো-

আপনার ল্যাপটপে এরকম সমস্যা দেখা দিলে অর্থ্যাৎ, চার্জার প্লাগ ইন থাকলেও ল্যাপটপ চার্জ না নিলে নিচের ধাপগুলোর সাহায্যে খুব সহজেই এ সমস্যার সমাধান করা যাবে।

১. প্রথমে ল্যাপটপের ‘ডিভাইস ম্যানেজারে’ যেতে হবে। ‘ডিভাইস ম্যানেজারে’ যাওয়ার জন্য ল্যাপটপের সার্চ অপশনে ‘ডিভাইস ম্যানেজার’ লিখলেও চলে আসবে। অথবা ‘স্টার্ট’ বাটনে রাইট ক্লিক করে ‘ডিভাইস ম্যানেজার’ সিলেক্ট করতে হবে।     

২. এরপর ডিভাইস ম্যানেজারের ‘ব্যাটারিজ’ অপশনে যেতে হবে। সেখানে ‘মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার’ ও ‘মাইক্রোসফট এসিপিআই-কমপ্লিয়েন্ট কন্ট্রোল মেথড ব্যাটারিতে যেতে হবে।   
...
৩. অপশন দু’টিতে গিয়ে প্রত্যেকটি অপশনে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর ‘আনইনস্টল ডিভাইস’ সিলেক্ট করতে হবে। এরপর আপনার ল্যাপটপের ব্যাটারি ড্রাইভার আনইনস্টল হয়ে যাবে। তবে দুশ্চিন্তার কারণ নেই, ল্যাপটপ রি-স্টার্ট দিলে পুনরায় ব্যাটারি ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। 

৪. এরপর ল্যাপটপটি বন্ধ করতে হবে। ল্যাপটপের চার্জার আনপ্লাগ (খুলে রাখা) করতে হবে। ল্যাপটপের ‘রিমুভেবল ব্যাটারি’ থাকলে সে ব্যাটারিটিও রিমুভ করতে হবে। 

৫. এরপর ল্যাপটপের চার্জার প্লাগ ইন করে ল্যাপটপ অন করতে হবে। 

৬. উপরের সব ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে ল্যাপটপের ‘ব্যাটারি আইকনে’ ক্লিক করতে হবে। এরপর ব্যাটারি আইকনে ‘প্লাগড ইন বাট নট চার্জিং’ লেখা ভেসে উঠবে না। 

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এএইচ/এএ

ক্লিক করুন, আরো পড়ুন: তথ্যপ্রযুক্তি
অবৈধ জালে মাছের ডিম ও পোনা হচ্ছে ধ্বংস, প্রয়োজন সচেতনতা
‘আমার এই বাজে স্বভাব’ খ্যাত সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো অরক্ষিত
ফেরাউনের বাড়িতেই বেড়ে ওঠেন মুসা
অন্ধকার ময়মনসিংহে আসছে আলো


ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আনন্দিত ৩৬ পরিবার
পিরোজপুরে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত আ’লীগ
৪৮ বছর ধরে উপেক্ষিত ধনবাড়ীর শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার 
‘বিসমিল্লা’ দিয়ে শেষ হলো দুই বাংলার নাট্যমেলা
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা: শিল্পমন্ত্রী