php glass

`আকুপ্রেশার’ চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারে: স্পিকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, আকুপ্রেশার চিকিৎসা দেশের চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারে। এ চিকিৎসা জনপ্রিয়তা পেলে এ ব্যাপারে সংসদে বিলও আসতে পারে। 

ঢাকা: স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, আকুপ্রেশার চিকিৎসা দেশের চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখতে পারে। এ চিকিৎসা জনপ্রিয়তা পেলে এ ব্যাপারে সংসদে বিলও আসতে পারে।  

সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘আকুপ্রেশার: এ সেলফ ট্রিটমেন্ট ম্যানুয়াল’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বইটি লিখেছেন আকুপ্রেশার চিকিৎসক সাগর সগীর। নাফিসা ইস্পাহানি বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন।   

সোসাইটি ফর বঙ্গজ চিকিৎসক পরিবারের উদ্যোগে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান, ডা. ফারুক এলাহী, নাফিসা ইস্পাহানি ও জার্মান প্রবাসী লেখিকা সুলতানা আজিম।  

স্পিকার টেলিভিশন টকশোতে আকুপ্রেশারের মতো চিকিৎসা নিয়ে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন।  

আব্দুল হামিদ জানান, এই চিকিৎসা নিয়ে তার স্ত্রীও উপকৃত হয়েছেন। নিয়মিত এই চিকিৎসা নিলে ভালো ফল পাওয়া যায়।  
     
মাহফুজুর রহমান সংসদ সচিবালয়ের চিকিৎসা কেন্দ্রে আকুপ্রেশার চিকিৎসার সেবা দিতে সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব করেন।

লেখক সাগর সগীর বলেন, আকুপ্রেশার চিকিৎসা বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

ksrm
হংকংয়ে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব
র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ
জাবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রতিবাদ সমাবেশ
'সিরিয়ায় তুর্কি অভিযানে বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ'
সাইবার আক্রমণ প্রতিরোধে সতর্কতার বিকল্প নেই


‘চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে তরুণদের গড়ে তুলতে হবে’
৫৫ কোটি ২৩ লাখ টাকা নিট আয় বিএসসির
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন
দুর্নীতির অভিযোগ পেলে সিটি নির্বাচনে মনোনয়ন নয়
নাশকতা মামলায় আব্বাস-আলালসহ ৫৬ জনের বিচার শুরু