php glass

ময়মনসিংহে ‘এ’ ক্যাপসুলের ৯৩ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

walton

ময়মনসিংহ: ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন শেষ হয়েছে। 

শনিবার (২২ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। এদিন শিশুদের নীল রংয়ের ক্যাপসুল খাওয়ানোর শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও লাল রংয়ের ক্যাপসুল খেয়েছে জেলার ৯৩ শতাংশ শিশু। 

সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রউফ। 

এসময় করপোরেশনের উপ-সচিব (প্রশাসন মনিটরিং) ড. বিলকিস বেগম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন ডা. আব্দুর রউফ বলেন, শিশুদের ভরা পেটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। অসুস্থ অবস্থায় কোনো শিশুকে ক্যাপসুল না খাওয়ানোর বিষয়ে কড়া নির্দেশনা ছিল আমাদের। 

জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এমদাদুল হক বাংলানিউজকে জানান, ময়মনসিংহের ১২ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯০ হাজার ৬১২ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৪ হাজার ৮৭৬ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। 

তিনি জানান, নীল রংয়ের ক্যাপসুলে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও লাল রংয়ের ক্যাপসুলে ৯৩ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এমএএএম/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: ময়মনসিংহ ভিটামিন ‘এ’
খাঁটি পোশাকের জন্য ১০০ নম্বরে! 
ক্রাইস্টচার্চে হতাহতদের পরিবারের ২০০ জনকে হজ করাবে সৌদি
জামালগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ক্রিকেট কোনো খেলা নয়
কেউ যাবে সাগরে, কেউ আনে মাছ


গণপরিবহনে নৈরাজ্য, চলছে সিটিংয়ের নামে প্রতারণা
ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের
কুড়িগ্রামে চরম দুর্ভোগে পানিবন্দি সাড়ে ৭ লাখ মানুষ
আইসিসির হল অব ফেমে শচীন
সবুজে মিশে থাকে সুমিষ্ট ‘সোনা-কপালি হরবোলা’