php glass

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে তিন লাখ শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

walton

রাজশাহী: রাজশাহীর ৯ উপজেলায় এবার সাড়ে তিন লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৩টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। 

এতে জানানো হয়, জেলা ও মহানগরে মোট শিশুর সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ১৬ জন। আগামী শনিবার (২২ জুন) রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 

মহানগর এলাকার মোট ৬২ হাজার ৬৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৩৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া জেলার ৯ উপজেলায় মোট ২ লাখ ২৯ হাজার ৩৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলর খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৪৬৬ শিশুকে একটি করে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৮৮২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। এ সময় ডেপুটি সিভিল সার্জন তথ্য-উপাত্ত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসএস/ওএইচ/

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ফ্রি ব্যাগ, ৪ লাখ লিফলেট
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন আবুল হাশেম
ভালুকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অবনী মাহবুবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত
শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক অজয় বড়ুয়া


২৪০০ কোটি টাকার জিপিএইচে ৮৮৫০ জনের কর্মসংস্থান হবে
পদ্মাসেতুতে রোডওয়ে গার্ডার বসানো শুরু
ছেলেধরা সন্দেহে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু
শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় দোয়া
ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়লো