php glass

কক্সবাজার সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

কক্সবাজার সদর হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয় সমাজতন্ত্রিক দল (জাসদ) কক্সবাজার জেলা কমিটির নেতারা।

কক্সবাজার: কক্সবাজার সদর হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয় সমাজতন্ত্রিক দল (জাসদ) কক্সবাজার জেলা কমিটির নেতারা।

সোমবার বেলা ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের অভ্যন্তরের নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ লোকজনের ভোগান্তি চরমে পৌঁছেছে। এক শ্রেণী সুবিধাভোগী চিকিৎসক বিএনপি-জামায়াতের সময় ওই দলের অনুসারি হিসেবে পরিচিত ছিল।

বক্তারা আরও বলেন, তারা এখন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক হিসেবে পরিচিতি দিয়ে এ অব্যবস্থাপনা বহাল রেখেছে। এতে সাধারণ মানুষ চিকিৎসার পরিবর্তে শোষিত হচ্ছে।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা প্রাইভেট চিকিৎসার প্রচারণার জন্য হাসপাতালে দায়িত্ব পালন করছেন। হাসপাতালে রোগী এলেই তারা প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছেন।

এ অনিয়ম বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জাসাদ নেতা ফরিদ আহমদ, মোহাম্মদ হোসাইন মাসু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১২
সম্পাদনা: শামীশ হোসেন, নিউজরুম এডিটর; [email protected]

আ’লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে: ফখরুল
ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় এগিয়ে আনা হলো
বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বেপরোয়া রাজনীতি রাজনৈতিক দুর্ঘটনা ঘটাতে পারে: কাদের
শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত ভারতের ক্রিকেট


দেশে ১ কোটি মানুষ কর দিতে সক্ষম: তথ্যমন্ত্রী
রিজেন্ট টেক্সটাইলের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ আটক ১ 
শিশু রাজন কি বিনা চিকিৎসায় মারা যাবে?