php glass

হংকংয়ের অদেখা স্বর্গ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হংকংয়ের প্রাকৃতিক সৌন্দর্য

walton

ঢাকা: বিশ্ববাসীর কাছে হংকং আলোক ঝলমলে সুউচ্চ দালানে ঘেরা লোকারণ্য একটি স্থান হিসেবেই বেশি পরিচিত। তাই চীনের এ বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অনেকেরই অজানা। আর এ অজানা দিকটিই বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন হংকংয়ের কয়েকজন তরুণ ফটোগ্রাফার। 

চীনের দক্ষিণ-পূর্বে পার্ল নদীর বদ্বীপে ২৬০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত হংকং। ব্যবসার খাতিরে এই অঞ্চলে কালক্রমে পাড়ি জমিয়েছেন নানা দেশ ও জাতির মানুষ। ঘর-বাড়ি, অফিস-আদালত, শপিং সেন্টার, যানবাহন সবকিছুতেই যেন বিশ্বায়নের ছাপ।

ফটোগ্রাফাররা দেখিয়েছেন, শহরের এসব ঝলমলে দালান-কোঠাই হংকংয়ের সম্পূর্ণ চিত্র নয়। কিছু অঞ্চল রয়ে গেছে কৃত্রিমতার স্পর্শের বাইরে। প্রকৃতি তার অনন্য শোভায় সাজিয়েছে ভূখণ্ডটিকে। অসাধারণ সব কম্পোজিশনে ফুটে উঠেছে হংকংয়ের সুউচ্চ পর্বতচূড়া ও নির্জন বনাঞ্চল।

এটি হংকংয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাই মো শাং। এর উচ্চতা ৯৫৭ মিটার।
এটি হংকংয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাই মো শাং। এর উচ্চতা ৯৫৭ মিটার।

এটি হংকংয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ সানসেট পিক। ৮৬৯ মিটার উঁচু এ পর্বতের সামনে দেখা যাচ্ছে মেঘের সমুদ্র।
এটি হংকংয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ সানসেট পিক। ৮৬৯ মিটার উঁচু এ পর্বতের সামনে দেখা যাচ্ছে মেঘের সমুদ্র। সূর্যাস্ত দেখার জন্য এ পর্বত চূড়াটি আদর্শ।

সানসেট পিকের আকাশে বসেছে তারার হাট।
সানসেট পিকের আকাশে বসেছে তারার হাট। দূরে দেখা যাচ্ছে আলোক ঝলমলে হংকং সিটি। ছবিটি তুলেছেন ২০১৩ সালে হংকং ন্যাশনাল জিওগ্রাফি ফটোকন্টেস্টের বিজেতা উইল চো। 

হংকংয়ের নির্জন বনাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি সরু খরস্রোতা নদী। 
হংকংয়ের নির্জন বনাঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি সরু খরস্রোতা নদী। 

এটি হংকং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া লানতাও পিক।
এটি হংকং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া লানতাও পিক।

দুটি সবুজ ভূ-খণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করছে একটি ব্রিজ। স্থান- তাই ও, হংকং।
দুটি সবুজ ভূ-খণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করছে একটি ব্রিজ। স্থান- তাই ও, হংকং।

সর্বোচ্চ শৃঙ্গ তাই মো শাং থেকে যেমনটা দেখায় হংকং সিটি।
সন্ধ্যাবেলা অদ্ভুত গোলাপি বর্ণ ধারণ করেছে হংকংয়ের আকাশ। শহরের উপর জমা হয়েছে নাটকীয় মেঘ। সর্বোচ্চ শৃঙ্গ তাই মো শাং থেকে যেমনটা দেখায় হংকং সিটি। 

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এএ

ksrm
বেনাপোল বন্দরে ওয়ান ব্যাংকের এটিএম ও ব্যাংকিং বুথ চালু
নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান
অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন সিভাসু উপাচার্য
শিফট পদ্ধতিতেই জাবি ভর্তি পরীক্ষা শুরু রোববার


জি কে শামীমকে আদালতে নেওয়া হচ্ছে
জলবায়ু ক্ষতিপূরণের দা‌বিতে রাজপথে শিক্ষার্থীরা
জবির ‘ইউনিট ১’ এর ভর্তিপরীক্ষা সম্পন্ন
‘মেড ইন চায়না’ ট্রেলার: রাজকুমার ও মৌনীর বিনোদনের রসায়ন
প্রোফাইল পিকচার দেখেই বোঝা যায় ব্যক্তিত্ব!