php glass

আসিফ আকবরের প্রথম সিনেমা আসছে ডিসেম্বরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

'গহীনে গান'র দৃশ্যে আসিফ ও তানজিকা

walton

গায়ক আসিফ এবার নায়ক হয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। মিউজিক্যাল সিনেমা ‘গহীনের গান’-এ তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তানজিকা আমিনকে। এটি নির্মাণ করেছেন লেখক ও পরিচালক সাদাত হোসাইন।

সিনেমাটির নয়টি গান এককভাবে গেয়েছেন আসিফ আকবর। শুটিং ও সম্পাদনার পর এটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছে। বাংলাঢোল প্রযোজিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে। 

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় ‘গহীনের গান’-এ অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো সিনেমা নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।’

সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের সিনেমা, একইভাবে গল্পেরও। গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিষ্কার করবেন সবাই।’

‘গহীনের গান’ সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। 

সিনেমার ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজেই। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে কুমার বিশ্বজিতের গান নিয়ে নির্মিত হয়েছিল স্বল্পদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
জেআইএম/

ক্লিক করুন, আরো পড়ুন: সংগীত সিনেমা
ছেলের হাত ধরে যাচ্ছিলেন মা
খুচরা-পাইকারিতে দামের ব্যবধান ৭০ টাকা
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরে বাস উল্টে আহত ২০
বনানীর টাওয়ারে অগ্নিকাণ্ড: এক মালিকসহ তিনজন কারাগারে


খিলগাঁওয়ে নবজাতকের মরদেহ উদ্ধার
আইন করে ফাইন করা মুখ্য বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
পাথরঘাটায় হতাহতের ঘটনায় শোকাহতদের পাশে মেয়র
ডেসকোর আফতাবনগর ও পূর্বাচল গ্রিড উপকেন্দ্র উদ্বোধন