‘ব্যাড বয়েজ’র একটি দৃশ্য
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ওয়েব সিরিজে মনোনিবেশ করেছেন পরিচালক সৈকত নাসির। তার নতুন ওয়েব সিরিজ ‘ব্যাড বয়েজ’। সম্প্রতি এটি অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে। ‘দেশা দ্য লিডার’খ্যাত এই নির্মাতা এর আগে ‘ট্র্যাপড’ নামে আরেকটি ওয়েব সিরিজ করেছিলেন।
কমেডি, থ্রিলার ও রোমান্টিক ঘরানার ওয়েব সিরিজটি ভিজুয়ালাইজারের ব্যানারে নির্মিত হয়েছে। পর্ব আকারে এটি মুক্তি পাচ্ছে সিনেস্পট অরজিনালসে।
এ প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘বাংলাদেশে এ রকম কন্টেন্ট এর আগে হয়নি। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ মিস করতে চাইনি। অকল্পনীয় ফিডব্যাক পাচ্ছি।’
‘ব্যাড বয়েজ’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য ফেরারি ফরহাদের। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, অ্যানি খান, অভি প্রামাণিক, রেজাউর রহমান রাজু, পৌলমী দাস, তিথি, উম্মে হাবিবা প্রমি, আবুল হোসেন মাহমুদ, নিশির সোরেন, দোলন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
জেআইএম