php glass

ওয়েব সিরিজে আমিন খান-পপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিন খান-পপি

walton

প্রথমবারের মতো জুটি বেঁধে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন আমিন খান-পপি। অনুরুপ আইচের চিত্রনাট্যে ‘ক্যান্ডেল লাইট’ নামের ফিল্মটি নির্মাণ করেছেন মো: আতিকুর রহমান লাভলু।

এ প্রসঙ্গে অনুরুপ আইচ বলেন, এতে দুজন অভিনয়শিল্পীর ব্যক্তি জীবনেরই গল্প তুলে ধরা হয়েছে। প্রেম, বিয়ে এবং আলাদা হয়ে যাওয়ার পর আবার মুখোমুখি হয় তারা। এরপর তাদের মধ্যে আসে জীবনের নানা ভাবনা। এভাবেই এগিয়ে যায় গল্প। আমার বিশ্বাস, ফিল্মটি দর্শক উপভোগ্য হবে।

সম্প্রতি সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আমিন খানকে সজীব আর পপিকে মৌরি চরিত্রে দেখা যাবে। অচিরেই এটি মুক্তি দেওয়া হবে একটি ভিডিও স্ট্রিমিং সাইটে।

চলচ্চিত্রে আমিন খান ও পপি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ‘তোমার জন্য ভালোবাসা’ নামের সিনেমায়। এছাড়াও তারা একসঙ্গে কাজ করেছেন ‘মা আমার বেহেস্ত’, ‘হীরা চুনি পান্না’,‘মন দিওয়ানা’, ‘লুটপাট’, ‘বিশ্ব বাটপার’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘কসাই’ ‘ক্ষ্যাপা বাসু’সহ আরো কয়েকটি সিনেমায়।

 ২০১৮ সালে ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় তারা সবশেষ একসঙ্গে কাজ করেছেন। এটি পরিচালনা করেন সাদেক সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন: সিনেমা
ksrm
দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-১৯ পেলেন ড. মনোয়ার হোসেন
মানিকগঞ্জ হাসপাতালে চিকিৎসক সংকট, সেবাবঞ্চিত রোগীরা
প্রকৃতির সান্নিধ্যে যেখানে পড়াশোনা 
উলিপুরে নছিমনের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ৩
ময়লার স্তূপে নবজাতকের মরদেহ, হঠাৎ উধাও!


সবাই থাকতেও ‘সম্বল’ শুধু লাঠি
‘হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ’
দুই পিলারেই শেষ ব্রিজের সব টাকা!
থানায় ডেকে ধর্ষকের সঙ্গে বিয়ে: সত্যতা মিলেছে তদন্তে
মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ২