php glass

২১০০ কৃষকের ঋণ মওকুফ করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিষেক-অমিতাভ-শ্বেতা

walton

ভারতের বিহারের ঋণগ্রস্ত ২ হাজার ১০০ কৃষকের ঋণ মওকুফ করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

দৃষ্টান্তমূলক এই পদক্ষেপের মাধ্যমে ফের মানবিকতার পরিচয় দিলেন বিগ বি। কৃষকদের দূরবস্থা এবং ঋণ শোধ করতে না পেরে তাদের আত্মহত্যার নির্মম বিষয়গুলো প্রায়ই উঠে আসে খবরের পাতায়। আর এই বিষয়টি দারুণভাবে নাড়া দিয়েছে বর্ষীয়ান এ অভিনেতাকে।

অমিতাভ বচ্চনতাই বিহারের ২১০০ কৃষকের ঋণ শোধের দায়িত্ব নিলেন ৭৬ বছর বয়সী অমিতাভ। তাদের সম্মিলিত ঋণের সমস্ত টাকাই পরিশোধ করলেন তিনি।

নিজের ব্লগে বিষয়টি নিয়ে বিগ বি লিখেন, প্রতিশ্রুতি দিয়েছিলাম, পালন করেছি। বিহারের ঋণগ্রস্ত কৃষকদের মধ্য থেকে ২ হাজার ১০০ কৃষকের ঋণ শোধ করেছি। তাদের মধ্য থেকে কয়েকজনকে ‘জনক’-এ আমন্ত্রণ জানিয়ে অভিষেক ও শ্বেতা বচ্চনের মাধ্যমে সরাসরি ঋণ মওকুফের অর্থ তুলে দিলাম।

ব্লগে তিনি আর লিখেছেন, ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত শহীদদের পরিবারকে সাহায্যের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অচিরেই পালন করবো। 

দৃষ্টান্তমূলক এই পদক্ষেপের জন্য ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমিদের প্রশংসার জোয়ারে ভাসছেন এখন অমিতাভ।

অবশ্য এর আগেও উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বহু কৃষকের ঋণ শোধ করেছেন অমিতাভ। এর মধ্যে উত্তরপ্রদেশের ১৩৯৮ জন এবং মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ পরিশোধ করেছিলেন বলিউড শাহেনশাহ। এছাড়া দীর্ঘদিন ধরেই নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ করে আসছেন অমিতাভ। 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
ওএফবি

ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু
শোলাকিয়ায় জঙ্গি হামলা হামলা: ফের পেছালো সাক্ষ্যগ্রহণ
যুক্তরাজ্যকে ‘গাছে উঠিয়ে মই কেড়ে নিলো’ যুক্তরাষ্ট্র!
‘চার কারণে এসিড সন্ত্রাস কমেছে বাংলাদেশে’


ইশ্বরদীতে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ইয়াবা সেবনকালে আইনজীবীসহ আটক দুই, তিন মাসের কারাদণ্ড
রুয়েটে শিল্পবিপ্লব ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সেমিনার
চকরিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা
সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে জেলে নিখোঁজ