php glass

২১ বছর পর ট্রেলারে ধরা দিলেন সঞ্জয়-মাধুরী জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্রেলারের একটি দৃশ্যে সঞ্জয়-মাধুরী

walton

দুই দশকেরও বেশি সময় পর বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২১ বছর পর তাদের ‘কলঙ্ক’ সিনেমায় দেখা যাবে।

মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশিত সিনেমাটির ট্রেলারে একসঙ্গে ধরা দিলেন সঞ্জয়-মাধুরী। দু’জনই প্রথম ঝলকে সবার নজর কেড়েছেন।

১৯৯৭ সালে ‘মাহান্তা’ সিনেমায় শেষবার এ জুটিকে দেখা গিয়েছিল। তবে সাবেক এই ‘প্রেমিক যুগল’কে একসঙ্গে দেখার আশা হয়তো অনেকে ছেড়েই দিয়েছিলেন। কিন্তু তা সম্ভব করে দেখিয়েছেন করণ জোহর।

সিনেমাটিতে এর আগে শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সুপারস্টারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর এতে বাহার বেগম চরিত্রে অভিনয়ের জন্য মাধুরী যুক্ত হন। সে থেকেই সঞ্জয় ও মাধুরী ভক্তরা প্রিয় জুটিকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন।  

সঞ্জয় বলেন, ‘দীর্ঘদিন পর মাধুরীর সঙ্গে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমি তার সঙ্গে আরও কাজ করার চেষ্টা করবো।’

‘মুন্নাভাই’খ্যাত এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মাধুরীও। তার ভাষ্যে, ‘২০ বছরের বেশি সময় পর আমরা এক সঙ্গে কাজ করলাম। কাজটা চমৎকার হয়েছে।’

‘কলঙ্ক’ করণ জোহরের ধর্ম প্রডাকশনের বড় বাজেটের সিনেমা। ভারত স্বাধীনতা লাভ করার আগের একটি গল্প থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। ১৯৪৫ সালের প্রেক্ষাপট দেখানো হবে।

অভিষেক বর্মণ পরিচালিত সিনেমাটিতে সঞ্জয়-মাধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান ও আদিত্য রায় কাপুর প্রমুখ। আগামী ১৭ এপ্রিল ‘কলঙ্ক’ মুক্তি পাবে।

**‘কলঙ্ক’ সিনামার ট্রেইলার
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন: বলিউড সিনেমা
ksrm
আইভী রহমানের মৃত্যুবার্ষিকী শনিবার
শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী
বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে কালো অধ্যায়ের সূচনা হয়েছিল
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার হাল ছাড়েনি: ওবায়দুল কাদের
৬৭ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড!


কলাপাড়ায় ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে পুতিন
আর্জেন্টিনার বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এডিসিসহ আহত ৮ 
স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিয়েছে পিএসজি!