php glass

ভোটের উৎসব

ইসমাইল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২২ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র।ছবি: মাহফুজুল ইসলাম বকুল

walton

রংপুর: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর হওয়ার পরপরই শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোর সামনে এসেছেন তুলনামূলক বয়োবৃদ্ধ ভোটাররা। ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

২২ নম্বর ওয়ার্ডের বায়তুল মামুর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের (পুরুষ) বাইরে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই কেন্দ্রে ভোট দিতে অাসা গণেশপুরের অাকবর অালী (৫৯) বলেন, রংপুরে কোনো গণ্ডগোল হবে না। দ্যাখেন না সবাই সকালেই অাসছে।

অারেক ভোটার ফকর অালী বলেন, ভালো ভোট হবে। কোনো সমস্যা নাই।

 ভালোই ভোট দিলাম। কোনো সমস্যা হবে না, বলেন ভোটার অাব্দুস সবুর।

এই কেন্দ্র ২ হাজার ২৬০ জন পুরুষ ভোটার রয়েছেন। 

সকাল ৮টার অাগেই ভ্রাম্যমাণ অাদালত টহল দিয়ে গেছে এই কেন্দ্রে। ভোটারের উপস্থিতি দেখে খুশি তারাও।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমঅাইএইচ/এসআই
 

**রসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ksrm
বঙ্গবন্ধুর জীবনপঞ্জিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলিল
আটপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
‘বাংলাদেশ ব্যাংক স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে পারে’
কোটা আন্দোলনের ৩ নেতার ৫৭ ধারার মামলার তদন্ত স্থগিত
৭ দিনের সফরে দেশের বাইরে থাকবেন ইসি সচিবও


আরবান কো-অপারেটিভ ব্যাংক চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা
‘শুল্কমুক্ত গাড়ি মুহিতের সুনামের সঙ্গে মানানসই হবে না’
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক
সেলিমের নতুন সিনেমা ‘পাপ-পুণ্য’, আছেন চঞ্চল ও সিয়াম
রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র