php glass

জাপানে বাংলাদেশি নিটওয়্যার রপ্তানি ৬০ শতাংশ বেড়ে যাবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

জিএসপি সুবিধার আওতায় জাপানে বাংলাদেশি নিটওয়্যার পণ্য রপ্তানি ৬০ শতাংশ বেড়ে যাবে। সোমবার বাংলাদেশ নিটওয়ার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমই)’র প্রেসিডেন্ট সেলিম ওসমান এ কথা জানিয়েছেন।

ঢাকা: জিএসপি সুবিধার আওতায় জাপানে বাংলাদেশি নিটওয়্যার পণ্য রপ্তানি ৬০ শতাংশ বেড়ে যাবে।

সোমবার বাংলাদেশ নিটওয়ার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমই)’র প্রেসিডেন্ট সেলিম ওসমান এ কথা জানিয়েছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ‘এ সুবিধার ফলে জাপানি বাজারে এখনকার চেয়ে ৬০ শতাংশ নিটওয়্যার পণ্য রপ্তানি বেড়ে যাবে।’

এর ফলে আগামী পাঁচ বছরে জাপানে শুধু বাংলাদেশি নিটওয়্যার পণ্যের রপ্তানি এক বিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে জানান তিনি।

তবে সূতার দাম বেড়ে যাওয়ায় এ সুবিধা এখন কতটুকু পাওয়া যাবে এ ব্যপারে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আগামী বছর থেকে জাপানে জেনারেল সিস্টেম অব রেফারেন্স (জিএসপি)’র বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশের নিটওয়্যার পণ্য।

বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ জাপানে তাদের পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা পায়। বাংলাদেশও এর মধ্যে একটি।

তবে এ দেশগুলোর ক্ষেত্রে পণ্য রপ্তানির জন্য রুলস অব অরিজিন একই হলেও শুধু বাংলাদেশের জন্য এর শর্ত শিতিল হচ্ছে।

এ শর্ত শিথিল হলে বর্তমানে জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশগুলো যেখানে ‘থার্ড’ স্টেজ রুলস অব অরিজিন সুবিধ পায় সেখানে বাংলাদেশের নিটওয়্যার পণ্যের ক্ষেত্রে ‘টু’ স্টেজ রুলস অব অরিজিন কার্যকর হবে।

পাশাপাশি আগে নিটওয়ারের তৈরির ক্ষেত্রে নিজস্ব তৈরি সূতা না থাকায় বাংলাদেশ জিএসপি সুবিধা পেত না।  তবে নতুন এ বিশেষ সুবিধার ফলে যে কোনও দেশের তৈরি সূতা দিয়ে বাংলাদেশ নিটওয়্যার তৈরি করে তা জাপানে রপ্তানি করতে পারবে।

আগামী ২০১১ সালের এপ্রিল থেকে এ সুবিধা পাবে বাংলাদেশ।

এর ফলে বিভিন্ন ধরনের হায়ার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের অর্ডার পাওয়া যাবে জাপান থেকে। বাংলাদেশে গড়ে উঠবে নিটওয়্যার সংশ্লিষ্ট বেকওয়ার্ড লিংকেজ শিল্প।

সম্প্রতি বিকেএমই’র প্রথম সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাপান সফর করে এ সুবিধা দেওয়ার জন্য জাপান সরকারকে অনুরোধ জানায়।

পরে জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে জাপানের সরকার এ সুবিধা দিতে রাজি হয়।

উল্লেখ্য, জাপানে বাংলাদেশের ওভেন পন্য আগে থেকেই জিএসপির সিঙ্গেল স্টেজ রুলস অব অরিজিন সুবিধা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

পাবনায় সরকারিভাবে আমন সংগ্রহের কার্যক্রম শুরু
বায়িং হাউজগুলোর দক্ষতা বাড়ানোর ওপর জোরারোপ
ওয়ারীতে দেশি অস্ত্রসহ ৬ ডাকাত আটক
সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত


পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 
দুর্গাসাগর দীঘিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বেসরকারি উন্নয়ন সংস্থার অবদান লিপিবদ্ধ করার দাবি
এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে বসুন্ধরা সিমেন্ট