php glass

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের জেলা বিপণন কর্মকর্তাদের দু’দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের জেলা বিপণন কর্মকর্র্তাদের পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার শেষ হয়েছে। গ্রুপের নিজস্ব কার্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সদ্য নিয়োগ পাওয়া ৩৮ জন জেলা বিপণন প্রতিনিধি অংশ নেন।

ঢাকা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের জেলা বিপণন কর্মকর্র্তাদের পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার শেষ হয়েছে।

গ্রুপের নিজস্ব কার্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সদ্য নিয়োগ পাওয়া ৩৮ জন জেলা বিপণন প্রতিনিধি অংশ নেন। এতে প্রতিনিধিদের বিজ্ঞাপন, সার্কুলেশন ও ব্যবসায় উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ’র সম্পাদক আবেদ খান, ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন।

বিজ্ঞাপন ও বিপণনের উপর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন নির্বাহী পরিচালক (বিপণন) বিদ্যুৎ কুমার ভৌমিক।

এছাড়া দ্বিতীয় ও সমাপনী দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের উপদেষ্টা (প্রেস ও মিডিয়া) আবু তৈয়ব।

সমাপনী আলোচনায় অংশ নেন মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) টিআইএম তৈমুর হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মিন্টু ভূষণ রায়, ব্যবস্থাপক (পারসোনাল অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট) আহমেদ তৌফিক-উর-রহমান ও ব্যবস্থাপক (হিসাব) মো. আকরাম হোসেন।    

অনুষ্ঠান পরিচালনা করেন ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মুহাম্মদ আব্দুস সাত্তার।

উল্লেখ্য, বাংলা দৈনিক কালের কন্ঠ, ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান, বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দ্বিভাষিক অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ksrm
জলবায়ু পরিবর্তনে দুর্ভোগ বাড়ছে উপকূলের মানুষের 
বিদ্যুৎ শুধু আমদানি নয়, রপ্তানিও হবে: পরিকল্পনামন্ত্রী
নীলফামারীতে যুবকের মরদেহ উদ্ধার
২ প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর প্রতি লিটনের কৃতজ্ঞতা
চুক্তি নবায়ন করে ম্যানইউর উপার্জনের শীর্ষে ডি গিয়া


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ
ফের সিলেটে জালালাবাদ ট্রেন লাইনচ্যুত
ভারত সফরে টাইগার অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা
আফগান প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলা, নিহত ২৪
বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৮ বিলিয়ন ডলার হবে