php glass

বাংলাদেশের মাছকে ইতিবাচকভাবে তুলে ধরতে ব্রাসেলসে আলোচনা সভার উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

ইউরোপের বাজারে বাংলাদেশের মাছকে ইতিবাচক হিসেবে তুলে ধরতে আগামী ২৪ নভেম্বর ব্রাসেলসে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের হিমায়িত মৎস্য ও চিংড়ি রপ্তানিকারকরা। 

ঢাকা: ইউরোপের বাজারে বাংলাদেশের মাছকে ইতিবাচক হিসেবে তুলে ধরতে আগামী ২৪ নভেম্বর ব্রাসেলসে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের হিমায়িত মৎস্য ও চিংড়ি রপ্তানিকারকরা।  

সি ফুড ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যালায়েন্স (এসআইপিএ), বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) যৌথভাবে আলোচনা সভার আয়োজন করেছে।
 
‘ডেভেলপমেন্টস অব বাংলাদেশ ফুড সেফটি এন্ড সিকিউরিটি মেজারস অ্যান্ড গ্লোবাল হারমোনাইজেশন অব এন্টিবায়োটিক ইউজ ইন অ্যানিম্যাল হাজবেন্ডারি’ শীর্ষক এ সভায় অংশগ্রহণের জন্য ইউরোপের বিভিন্ন ক্রেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।  

এতে সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন। এছাড়া ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহানের উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, গত ছয়মাসে বাংলাদেশের চিংড়ি মাছের অর্ধশত চালান ইউরোপ থেকে ফিরে এসেছে। বাংলাদেশের হিমায়িত মাছ ও চিংড়িতে ক্ষতিকর ‘নাইট্রোফুরান’ রাসায়নিক পাওয়া যাওয়ায় আমদানিকারকরা খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না।

তাই বাংলাদেশের মাছকে বিদেশের ক্রেতাদের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো।

তবে ইউরোপীয় ক্রেতাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএসএফএফ নিজ উদ্যোগে মাছ পরীক্ষা করে তাতে নাইট্রোফুরানের অস্তিত্ব পায়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন বিএসএফএফ চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক জানান।

ভারতের ‘দি মেরিন প্রোডাক্টস ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট অথরিটি (এমপিডিইএ) এবং থাইল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব ফিসারিজ’ ওই সভায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ঘণ্টা, নভেম্বর ০২, ২০১০

দলে অনুপ্রবেশকারীরাও বিএনপির মতো মিথ্যাচার করছে
আমিও একজন সংবাদকর্মী: তথ্যমন্ত্রী 
অনাবাদি জমি চাষে উদ্বুদ্ধকরণে কলমাকান্দায় কৃষক সমাবেশ
স্থিতিশীল সরকারে বাংলাদেশ উন্নয়নের মডেল: আইনমন্ত্রী
মানসম্মত প্রাথমিক শিক্ষা মূল চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী


কালীগঞ্জে অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
কুর্দি যোদ্ধাদের সরে যেতে রুশ-তুর্কি ঐক্যমত
ঢাকায় আসছেন ইয়োগা রানী ‘শ্বেওতা ওয়ার্পে’
বৃহস্পতিবার আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী
হৃদরোগে আক্রান্ত হয়ে চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যানের মৃত্যু