php glass

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

walton

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী ও কালুশাহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে ও রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- মো. মনির (২৮), মো. আলমগীর (৩০) ও মো. খোকন (৩০)।

মনিরের বাড়ি ফেনী, আলমগীরের বাড়ি কুমিল্লা ও খোকনের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানিয়েছে র‌্যাব।

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় অভিযান চালিয়ে মনির ও আলমগীরকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

‘পরে আলমগীরের দেওয়া তথ্যে বিশ্বকলোনী এইচ ব্লকে তার বাসা থেকে আরও ৩৩ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’

কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, এর আগে সোমবার রাতে আকবরশাহ থানার কালুশাহ এলাকায় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে খোকনকে গ্রেফতার করা হয়। বাসে তার সঙ্গে থাকা একটি বস্তা থেকে ১০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। ১০টি প্যাকেটে প্রায় ২০ হাজার পিস ইয়াবা থাকার কথা জানিয়েছে খোকন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
৩০০ ছুঁই ছুঁই, নতুন পেঁয়াজেও প্রভাব পড়ছে না দামে
বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোল মডেল: প্রতিমন্ত্রী পলক
হবিগঞ্জে এক বছরে প্রাথমিকে শিক্ষার্থী কমেছে ৭ সহস্রাধিক
ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে দেড় মাসে নিহত ৩২০  
ভান্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক


মনের তৃষ্ণা বাড়িয়ে দিলেন লোকশিল্পীরা
স্বেচ্ছাসেবক লীগে শীর্ষ পদে আলোচনায় যারা
রাবিতে শিক্ষকদের দ্বন্দ্বের বলি হচ্ছেন শিক্ষার্থীরা
ভেনিসে ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ বন্যা, জরুরি অবস্থা 
ফতুল্লায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু